মার্কিন রাজনীতিকরা আবারও বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে বাধা দিচ্ছে: সিএমজি সম্পাদকীয়
2022-01-26 19:58:12

জানুয়ারি ২৬: সম্প্রতি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় চীন থেকে মার্কিন রাজনীতিক এবং তাদের আত্মীয়দেরকে সরিয়ে নিতে চায়। এর কারণ হলো- চীনের মহামারি প্রতিরোধ ব্যবস্থা ‘অনেক কঠোর’।

বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস উদ্বোধনে দশ দিনেরও কম সময় আছে। কিন্তু মার্কিন রাজনীতিকদের এমন আচরণ, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে বাধা দিতে পারে।

মহামারির প্রতিরোধের ক্ষেত্রে চীন হলো বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। আর যুক্তরাষ্ট্রে সনাক্ত রোগী ও মৃতের সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি। যদি বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ থেকে বিশ্বে মহামারি প্রতিরোধে সবচেয়ে ব্যর্থ দেশে স্থানান্তর করা হয়, তাহলে মার্কিন নাগরিকদের আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি হবে। তবে মার্কিন রাজনীতিকরা সেই সত্য বোঝে না।

সহজ, নিরাপদ, চমত্কার ব্যবস্থা হল বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রতিশ্রুতি। চীন ধারাবাহিক বিজ্ঞানসম্মত ব্যবস্থা নিয়েছে। এর উদ্দেশ্য হলো, বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মীদের সুষ্ঠুভাবে অংশগ্রহণ নিশ্চিত করা।

চীন আশা করে, যুক্তরাষ্ট্র চীনের সংশ্লিষ্ট মহামারি প্রতিরোধ ব্যবস্থা মেনে নেবে এবং ক্রীড়া নিয়ে রাজনীতি বন্ধ করে।

(শুয়েই/তৌহিদ/লিলি)