বসন্ত উত্সব চীনাদের কাছে বছরের সবচেয়ে বড় উত্সব। যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে বসন্ত উত্সবের ধরন-ধারনেও কিছু পরিবর্তন হয়েছে, মানুষের উত্সব পালনের কায়দা-কানুনও পরিবর্তন হয়েছে, কিন্তু চীনা মানুষের জীবনে ও মননে বসন্ত উত্সবের স্থান এখনও বলতে গেলে অপরিবর্তিতই রয়ে গেছে।
চীনের ঐতিহ্যিক রীতিনীতি অনুসারে, বসন্ত উত্সব চান্দ্রপঞ্জিকার শেষ মাসের ২৩ তারিখ থেকে নতুন বছরের প্রথম মাসের ১৫ তারিখ তথা লন্ঠন উত্সব পর্যন্ত স্থায়ী হয়। অন্যভাবে বললে, বসন্ত উত্সব পালিত হয় প্রায় তিন সপ্তাহ ধরে।