‘ভালোবাসার বন্দী’
2022-01-26 19:32:11

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চুয়াং সিন ইয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

চুয়াং সিন ইয়ানের ইংরেজি নাম এডা। ১৯৯৩ সালের ৯ জানুয়ারি চুয়াং সিন ইয়ান চীনের কুয়াংতুং প্রদেশের লুফেং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের সংগীত মহলের খুব বিখ্যাত একজন গায়িকা।

 

২০১২ সালের ২৯ অক্টোবর, চুয়াং সিন ইয়ানের প্রথম গান ‘এক হাজার অনিচ্ছা’ প্রকাশ পায়। এই গান প্রকাশের মাধ্যমে তিনি আনুষ্ঠনিকভাবে সংগীত মহলে যোগ দেন।

 

২০১৩ সালের ১৫ জানুয়ারি, চীনের একটি অনলাইন সংগীত ওয়েবসাইট আয়োজিত সংগীত প্রতিযোগিতায় চুয়াং সিন ইয়ান দ্বিতীয় পুরস্কার পান। ২০১৪ সালে, চুয়াং সিন ইয়ানের গান ‘এক হাজার অনিচ্ছা’ সে বছর সবচেয়ে জনপ্রিয় মোবাইলফোন রিং টোনের পুরস্কার পায়। ২০১৫ সালে চুয়াং সিন ইয়ানের অ্যালবাম ‘সবসময় তার কথা মিস করি’ সে বছর ১৪তম হুয়াতিং সংগীত পুরস্কারের সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের পুরস্কার লাভ করে।

 

বন্ধুরা, এখন শুনুন চুয়াং সিন ইয়ানের কণ্ঠে ‘সত্যি সহজ নয়’। গানের কথায় বলা হয়, এতদিন তোমার অপেক্ষা করি, এতদিন স্বপ্নে তোমাকে দেখি, তোমাকে একবার দেখে মনে রাখতে পারি। গভীর রাতে তোমার কথা মিস করি, তোমার স্নেহের অপেক্ষা করি। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি, কথা সহজ, তবে পরস্পরকে ভালোবাসা সহজ নয়।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চুয়াং সিন ইয়ানের গান ‘নিজেকে ক্ষমা করো’। গানের কথায় বলা হয়, আমার ভালোবাসায় তুমি হারিয়ে যাও। আমার যত্ন, তোমার কাছে ক্ষতি। ভালোবাসা পুনরায় শুরু করা যায় না। প্রক্রিয়া সুন্দর, তবে অনুভূতি আর থাকে না। হয়তো তোমাকে ছাড়া আমি নিজেকে ভালোবাসতে পারবো। নিজেকে ক্ষমা করি, আমি তোমাকে পরিবর্তন করতে পারব না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন চুয়াং সিন ইয়ানের গান ‘ভালোবাসার বন্দী’। গানের কথাগুলো এমন: প্রতিশ্রুতি, আমি বলেছি, সময় ভালোবাসাকে চুরি করে। আমাদের প্রেম শেষ হয় নি। যখন তুমি আমার হাত ছেড়ে দাও, তখন আমি সব কিছু গ্রহণ করতে পারি না। তোমার জন্য আমি সব ছেড়ে দিয়েছি, শুধু চাই, তুমি থাকো, সঙ্গে থাকো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চুয়াং সিন ইয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)