জমকালো উদ্বোধনীর মাধ্যমে শুরু হবে বেইজিং অলিম্পিক
2022-01-26 18:07:26


 

জানুয়ারি ২৬: আর মাত্র কয়েকদিন পর শুরু হবে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস। তাই এখন সবাই জমকালো  উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। সম্প্রতি বিভিন্ন দেশ ও অঞ্চলের প্রতিনিধিদের শীতকালীন অলিম্পিকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। সবাই এখন বেইজিং অলিম্পিক গেমসে ‘আরও ভাল নিজেকে’ দেখানোর প্রত্যাশায় রয়েছে। আজকের সংবাদ পর্যালোচনায় আমি এই বিষয়ে আলোচনা করবো।

 

রাশিয়া হচ্ছে ২০১৪ সালে সোচি শীতকালীন অলিম্পিকের আয়োজক দেশ। রুশ অলিম্পিক কমিটি পাঁচ শতাধিক সদস্যের প্রতিনিধিদল বেইজিংয়ে পাঠিয়েছে। রুশ ক্রীড়ামন্ত্রী জানান, পাঁচ শ’র মধ্যে ২০০জন হচ্ছেন ক্রীড়াবিদ।

 

এই সম্পর্কে তিনি বলেন, ‘চীন সরকার ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটি শীতকালীন অলিম্পিক আয়োজনে একটি চমত্কার প্রস্তুতিমূলক কাজ করেছে, বিশেষ করে কোভিড-১৯ মহামারী ছড়িয়ে পড়ার পটভূমিতে,

 

এটি একটি অসাধারণ সফলতা। আমি নিশ্চিত যে, বিশ্ব একটি দুর্দান্ত ক্রীড়া অনুষ্ঠানের সাক্ষী হবে’।

 

বেইজিং শীতকালীন অলিম্পিক কর্তৃপক্ষের পরিসংখ্যানে বলা হয়, রুশ অলিম্পিক কমিটির ২১২জন ক্রীড়াবিদ এবারের অলিম্পিক গেমসের ১৫টি ইভেন্টে অংশগ্রহণ করবে। তারা ফিগার স্কেটিং, ক্রস-কান্ট্রি স্কিইং এবং আরও অনেক কিছুতে প্রতিযোগিতা করবে।

 

রুশ অলিম্পিক কমিটির চেয়ারম্যান এর আগে বলেছেন যে, রুশ প্রতিনিধিদলের লক্ষ্য হচ্ছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে ৩০টি পদক জয় করা এবং পদক টেবিলের শীর্ষ তিনটিতে প্রবেশের চেষ্টা করা। এটি করতে পারলে সোচিতে ২৯টি পদক নিয়ে তাদেরই সৃষ্ট শীতকালীন অলিম্পিক গেমসের সেরা রেকর্ড ছাড়িয়ে যাবে। রুশ ক্রীড়ামন্ত্রী বিশ্বাস করেন যে, ক্রীড়াবিদদের জন্য সর্বোত্তম পরিবেশ সরবরাহ করবে চীন। এই সম্পর্কে তিনি বলেন, ‘আমরা সবাই জানি, বড় আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট আয়োজনে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে আমাদের চীনা বন্ধুদের । নিঃসন্দেহে  বেইজিং সর্বোত্কৃষ্ট শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে’।

 

নরওয়ে শীতকালীন অলিম্পিকের ইতিহাসে সবচেয়ে সফল দেশ। এর আগে মোট ৩৬৮টি শীতকালীন অলিম্পিক পদক জিতেছে দেশটি। তাদের মধ্যে স্বর্ণপদকের সংখ্যা ১৩২টি, এই দুটো সংখ্যা দিয়ে বিশ্বে প্রথম স্থান দখল করে আছে নরওয়ে। এক পরিসংখ্যানে বলা হয়, এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে নরওয়ের ৮৩ জন ক্রীড়াবিদ ৯টি ইভেন্টে অংশ নেবে। অনেকের অনুমান হল, নরওয়ে বেইজিংয়ে ৪৫টি পদক জিতবে এবং পদকের মোট সংখ্যার দিক থেকে শীর্ষে থাকবে।

 

বরফ ও তুষার খেলায় সবচেয়ে শক্তিশালী দেশগুলোর মধ্যে অন্যতম হিসেবে জার্মান প্রতিনিধিদল গত শীতকালীন অলিম্পিকে ৩১টি পদক জিতেছে, এর মধ্যে ১৪টি স্বর্ণপদক রয়েছে, পদক তালিকায় দ্বিতীয় স্থানে থাকায় নরওয়ের পরেই

 

জার্মানির স্থান। বেইজিং-এ, তাদের ১৪৮ জন ক্রীড়াবিদ ১৪টি ইভেন্টে অংশ নেবে। তারা স্কি জাম্পিং, নর্ডিক বায়থলন, বাইথলন এবং স্নোমোবাইল স্লেডিং-এ শক্তিশালী প্রতিযোগিতা করবে।

 

চার বছর আগে, ফ্রান্সের দল শীতকালীন অলিম্পিক গেমসে ১৫টি পদক জিতেছে, এর মধ্যে ৫টি স্বর্ণপদক রয়েছে। এবারের অলিম্পিক গেমসে তাদের ৮৬ জন ক্রীড়াবিদ ১০টি ইভেন্টে অংশ নেবে। এই সম্পর্কে ফ্রান্সের স্কি সমিতির প্রযুক্তি-বিষয়ক পরিচালক বলেন, ‘আমরা এক উচ্চ লক্ষ্য নির্ধারণ করেছি। এবারের বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে ১৫টি পদক অর্জন করবো, এর মধ্যে ৫টি স্বর্ণপদক হবে। এটি শুধু আমাদের প্রত্যাশিত লক্ষ্য নয়, বরং ফরাসি ক্রীড়াদলের দৃঢ়প্রতিজ্ঞা’।

 

বেইজিং শীতকালীন অলিম্পিকে পাকিস্তানের একমাত্র প্রতিযোগী হিসেবে আলপাইন স্কিয়ার করিম অংশ নেবেন। তিনি বলেছেন,

‘চীন ও পাকিস্তান বন্ধু দেশ। আমি সত্যিই বেইজিংয়ে খেলতে চাই। গত দুই-তিন বছর ধরে আমি খুব কঠোর অনুশীলন করেছি। এখন আমি খুব ভালো অনুভব করছি, এবং আমি বেইজিংয়ে আমার সেরা ফলাফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করবো’। (ওয়াং হাইমান/এনাম/ছাই)