চীনের সঙ্গে মধ্য-এশিয়ার পাঁচটি দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী প্রসঙ্গ
2022-01-26 17:55:43

জানুয়ারি ২৬: চীনা প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (বুধবার) বিকেলে বেইজিং থেকে অনলাইনে চীনের সঙ্গে মধ্য-এশিয়ার পাঁচটি দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক ভিডিও-সম্মেলনে সভাপতিত্ব করেন।

সি চিন পিং এবং মধ্য-এশিয়ার পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধানগণ একসঙ্গে চীন ও মধ্য-এশীয়া দেশগুলোর সম্পর্ক উন্নয়নের ঐতিহাসিক মুহূর্তটি ভিডিওটি প্রত্যক্ষ করেন। এসময় তারা নিজেদের অভিজ্ঞতার সংক্ষিপ্তসার করেন এবং একটি উষ্ণ, দুর্দান্ত ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে একসঙ্গে ভবিষ্যতের পানে এগিয়ে যাওয়ার অঙ্গিকার করেন। এসময় প্রেসিডেন্ট সি একটি ‘হাতে হাত রেখে ভবিষ্যতের পানে এগিয়ে যাওয়া’ শীর্ষক ভাষণ দেন।

ভাষণে সি বলেন, ৩০ বছর আগে, চীন সবার আগে মধ্য-এশিয়ার  দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। এতে দেশগুলোর সঙ্গে চীনের দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতার দ্বার উন্মোচিত হয়।

তিনি বলেন,

‘বিগত ৩০ বছরে, উভয় পক্ষ পারস্পরিক আস্থা বজায় রেখেছে ও সম্প্রীতি সম্পর্ক গড়ে তুলেছে; পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে সীমান্ত-সমস্যার সমাধান করেছে; ভালো বন্ধুত্বের একটি নতুন পথ প্রজ্জ্বলিত করেছে।”

প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, চীন ও মধ্য-এশিয়ার পাঁচটি দেশের মধ্যে ৩০ বছরের সহযোগিতার ফলাফল এসেছে পারস্পরিক শ্রদ্ধা, বন্ধুত্ব, সংহতি ও সুবিধা বিনিময়ের মাধ্যমে। তিনি বলেন,

“আন্তর্জাতিক পরিস্থিতির যে পরিবর্তনই হোক না কেন, ভবিষ্যতে চীন যতই উন্নতি করুক না কেন, চীন সর্বদা একটি ভাল প্রতিবেশী, ভাল অংশীদার, ভাল বন্ধু এবং ভাল ভাই হয়েই থাকবে। মধ্য-এশিয়ার দেশগুলি বরাবরের মতোই চীনের ওপর আস্থা রাখতে পারে, নির্ভর করতে পারে।”

সি চিন পিং এসময় পাঁচ-দফা প্রস্তাব তুলে ধরেন: প্রথমত, ভালো প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ গড়ে তুলতে হবে।  বন্ধুত্ব, আন্তরিকতা, পারস্পরিক সুবিধা ও অন্তর্ভুক্তির ধারণাকে সমর্থন করে, চীন মধ্য-এশিয়ার দেশগুলির সাথে উচ্চ-স্তরের আদান-প্রদান ও কৌশলগত যোগাযোগ জোরদার করবে। ধারাবাহিক সংলাপ ও সহযোগিতার প্রক্রিয়া ধরে রাখতে হবে;

দ্বিতীয়ত, উচ্চ-মানের উন্নয়নের জন্য একটি সহযোগিতা বেল্ট গড়ে তুলতে হবে। চীন মধ্য-এশিয়ার দেশগুলিতে তার সুপার-লার্জ বাজার উন্মুক্ত করতে, মধ্য-এশিয়ার দেশগুলি থেকে আরও উচ্চ-মানের পণ্য ও কৃষিপণ্য আমদানি করতে, এবং মধ্য-এশিয়া অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা ফোরামকে ভালভাবে ধরে রাখতে ইচ্ছুক;

তৃতীয়ত, শান্তি রক্ষাকারী সুরক্ষা ঢালকে শক্তিশালী করতে হবে;

চতুর্থত, সাংস্কৃতিক বিনিময়ের একটি সাধারণ প্যাটার্ন স্থাপন করতে হবে, একে অপরের ভূমিতে সাংস্কৃতিককেন্দ্র স্থাপনের গতি বাড়াতে হবে, সক্রিয়ভাবে সাংস্কৃতিক ঐতিহ্যের সংলাপ চালাতে হবে;

পঞ্চমত, শান্তিপূর্ণ উন্নয়নের একটি বৈশ্বিক গ্রাম গড়ে তুলতে হবে। চীন বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগের প্রস্তাব দিয়েছে; ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য এবং ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন এজেন্ডা—২০৩০’ বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টার আহ্বান জানিয়েছে।

প্রেসিডেন্ট সি ঘোষণা করেন, আগামী তিন বছরে, জাতীয় জীবিকা প্রকল্প নির্মাণের জন্য চীন মধ্য-এশিয়ার দেশগুলিকে ৫০ কোটি  মার্কিন ডলার সহায়তা দেবে। এটি সংশ্লিষ্ট দেশগুলোতে স্বাস্থ্যপ্রকল্প বাস্তবায়নে ব্যবহার করা হবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)