‘সুখ সবসময় পাশে আছে’
2022-01-25 19:29:20

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ইয়াং ইয়ু ইং, ১৯৭১ সালের ১১ মে চীনের চিয়াংসি প্রদেশের নানছাং শহরে জন্মগ্রহণ করেন। তিনি চীনের বিখ্যাত গায়িকা, টিভি উপস্থাপিকা ও গীতিকার।

 

ইয়াং ইয়ু ইং খুব সাধারণ একটি পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা সিয়ুং ইয়ুং হুং-এর প্রভাবে ছোটবেলায় তিনি সংগীত ক্ষেত্রে নিজের সহজাত প্রতিভা  প্রকাশ করেন। পাঁচ বছর বয়সেই তিনি পিয়ানো বাজানো শুরু করেন। মাত্র ছয় বছর বয়সে তিনি মঞ্চে পারফর্ম করেছিলেন। ১৯৮৫ সালে তিনি চীনের কেন্দ্রীয় টেলিভিশন আয়োজিত দেশব্যাপী সংগীত প্রতিযোগিতায় পুরস্কার লাভ করেন।

 

১৯৮৬ সালে ১৫ বছর বয়সী ইয়াং ইয়ু ইং নানছাং নর্মাল ইন্সটিটিউটে ভর্তি হন এবং পেশাদার সংগীত নিয়ে লেখাপড়া শুরু করেন। স্নাতক পাশের পর তিনি চিয়াংসি প্রদেশের নৃত্যগীত দলে যোগ দেন এবং আনুষ্ঠানিকভাবে অপেরা শিখেন।

 

বন্ধুরা, এখন শুনুন ইয়াং ইয়ু ইং-এর কণ্ঠে ‘আমি বসন্তকালে তোমার অপেক্ষা করি’ গানটি। গানের কথায় বলা হয়: হাল্কা ভালোবাসা, ফুলের হাল্কা সুগন্ধ। আস্তে আস্তে চলে যায়, আস্তে আস্তে সময় পার হয়। যেন সেই বছর সেই রাতের তারার আলো, মিষ্টি বাতাস স্বপ্নকে নাড়া দেয়। আমার মন বসন্তে যাওয়া মেঘের ওপরে। আমি বসন্তকালে তোমায় অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ইয়াং ইয়ু ইং-এর আরেকটি গান, গানের নাম ‘সুখ সবসময় পাশে আছে’। গানের কথাগুলো এমন: নববর্ষ উদযাপনের জন্য প্রত্যেক পরিবারের মিলন হয়। নতুন বছর উদযাপন করে সবাই শুভকামনা জানায়। সুখ সবসময় পাশে থাকে। তোমার সব কিছু ইচ্ছা মতো চলবে। সবখানে আনন্দ, এই দুনিয়ার দুঃখ সব ফেলে দাও।

আচ্ছা, শুনুন এই মিষ্টি গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাতে যাচ্ছি, এর নাম ‘মনের বৃষ্টি’। এই গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন চীনের পুরুষ কণ্ঠশিল্পী মাও নিং। গানের কথাগুলো এমন: তোমার-আমার স্মৃতি যেন জালের মতো, তোমার-আমার স্মৃতি যেন সমুদ্রের মতো। কেন বৃষ্টি পরার দিন তোমাকে মিস করি! আমার ভালোবাসা জুন মাসের আবহাওয়া, সবসময় মনে বৃষ্টি পরে। তোমাকে মিস করি...তোমাকে মিস করি, শেষবার তোমাকে মিস করি। কারণ আগামীকাল তুমি অন্য কারও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইয়াং ইয়ু ইং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)