দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার নেতাদের আসন্ন বেইজিং অলিম্পিকের জন্য শুভ কামনা
2022-01-25 14:46:22

গতকাল (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ বিভাগের উদ্যোগে চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং দক্ষিণ এশিয়ার ‘এক অঞ্চল এক পথ’ উদ্যোগের সদস্য দেশসমূহের রাজনৈতিক দলের নেতাদের নিয়ে এক যৌথ আলোচনা সভা অনলাইনে অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণকারী দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলের রাজনৈতিক দলসমূহের নেতারা  বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সফল আয়োজনে শুভকামনা জানান। তারা বিশ্বাস করেন, চীন বিশ্বকে একটি সহজ, নিরাপদ ও চমত্কার অলিম্পিক গেমস উপহার দেবে।

 

সভায় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগমন্ত্রী সং থাও বলেন, সিপিসির সাধারণ সম্পাদক সি চিন পিং ‘এক অঞ্চল এক পথ’ প্রস্তাব উত্থাপন করার পর, চীনের কমিউনিস্ট পার্টি নানা দেশের পার্টির সঙ্গে ‘এক অঞ্চল এক পথ’কে কেন্দ্র করে বিনিময় ও সহযোগিতা জোরদার করেছে। ২০১৯ সাল থেকে আমরা  দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে ‘এক অঞ্চল এক পথ’ নিয়ে যৌথ আলোচনার ব্যবস্থা গঠন এবং নানা বাস্তব কাজ করেছি। আর মাত্র ১০ দিন পর শুরু হবে বেইজিং শীত্কালীন অলিম্পক গেমস এবং তাতে দক্ষিন-পূর্ব ও দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্রীড়াবিদরা ভাল ফলাফল অর্জন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় অংশগ্রহণকারীরা বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস আয়োজনের প্রশংসা করেন। চীন-মালয়েশিয়া টুইন পার্ক বাণিজ্য ও বিনিয়োগ সমিতির সভাপতি বলেন, গুরুতর মহামারির সম্মুখীণ হয়েও চীন ভাল কাজ করছে। ভাল প্রতিরোধ কাজের মাধ্যমে চীন শীত্কালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদ ও অন্য দেশের অতিথিদের নিরাপদ বোধ  করা নিশ্চিত করেছে।

 

নেপালের জাতীয় পরিষদের সভাপতি গনেশ প্রসাদ তিমিলছিনা সভায়  বেইজিং সবুজ অলিম্পিক আয়োজনের ধারণার প্রশংসা করেন এবং মনে করেন চীন নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে। তিনি বলেন, আমি মনযোগ দিয়ে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নববর্ষের ভাষণ শুনেছি এবং তিনি ভাষণে একটি চমত্কার অলিম্পিক গেমস আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন। ‘অভিন্ন ভবিষ্যতের জন্য একতা’ যেমন এবার অলিম্পিকের প্রতিপাদ্য, তেমনি এটি আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের প্রতিশ্রুতি ও দায়িত্বশীলতার প্রতিফলন। আমি বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের আয়োজন সমর্থন ও তাকে স্বাগত জানাই। বিশেষ করে এবার শীত্কালীন অলিম্পক ইতিহাসে অনেক সবুজ রেকর্ড সৃষ্টি করেছে এবং প্রথম কার্বন-নিরপেক্ষ অলিম্পিক হতে চলেছে।

 

কোন কোন দেশের ক্রীড়ার রাজনীতিকরণের বিরোধীতা করেন পাকিস্তানের স্টেট ডিফেন্স কমিটির সভাপতি মুশাহিদ হুসাইন সাইদ। তিনি বলেন, এটি কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মূলধারা নয়। আমরা বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের রাজনীতিকরণের তীব্র বিরোধীতা করি। এটা পাশ্চাত্য দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধের মানসিকতা ও ডাবল স্ট্যান্ডার্ডের প্রতিফলন। আগের একটি অলিম্পকি গেমসে যুক্তরাষ্ট্র আফ্রিকান-আমেরিকানদের মানবাধিকার লঙ্ঘন করেছিল। এখন ভূরাজনীতির কারণে চীনের বিরুদ্ধে বিরোধীতা ও অপবাদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। আমার মতে এটি কোনোভাবেই আন্তর্জাতিক সম্প্রদায়ের মূলধারা নয়। পাকিস্তানের জনগণ বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের সফল আয়োজন প্রত্যাশা করে।

 

নেপাল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য আনন্দ পোখারেল মনে করেন, বেইজিং শীত্কালীন অলিম্পক গেমস আন্তর্জাতিক সমাজের ঐক্য ও মৈত্রী জোরদারে ইতিবাচক ভূমিকা পালন করছে এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনের গুরুত্বপূর্ণ একটি মঞ্চ।

 

তিনি বলেন, ক্রীড়া মানব প্রকৃতির সৌন্দর্য প্রদর্শন করতে পারে এবং আমি বিশ্বাস করি, অলিম্পিক গেমসের মাধ্যমে নানা দেশ ও সংস্কৃতির মানুষ ঐক্যবদ্ধ হতে পারবে। এবার বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস বিশ্বের ঐক্য ও মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠন এগিয়ে নিয়ে যেতে পারবে বলে বিশ্বাস করেন তিনি। (শিশির/এনাম/রুবি)