চলতি বছর স্থিতিশীল থাকবে চীনা অর্থনীতি
2022-01-24 13:54:35

চতুর্দশ পাঁচশালা পরিকল্পনার সুষ্ঠু সূচনা বাস্তবায়িত হয়ে ২০২১ সালে চীনের জিডিপি ছিল ১১৪ ট্রিলিয়ন ইউয়ানের বেশি। যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৮.১ শতাংশ বেশি। বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীকে নেতৃত্ব দিয়ে, মোট পরিমাণ বেড়ে, কাঠামো সুবিন্যস্ত করে, জীবিকা উন্নীত হয় এবং গতিশক্তির সঞ্চয় বাস্তবায়িত হয়েছে।

 

২০২১ সালে চীনের অর্থনীতির উচ্চমানের উন্নয়ন হয়েছে। কিন্তু মহামারীর ঝুঁকি এবং শত বছরের পরিবর্তন দ্রুত হয়ে বহিরাগত পরিবেশ আরো জটিল, গঠোর ও অনিশ্চিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের অর্থনীতি-বিষয়ক কর্ম-সম্মেলনে কাঠিন্যের মুখোমুখি হবার ভিত্তিতে আত্মবিশ্বাস দৃঢ় করে, স্থিতিশীলতার নিশ্চিত করার সময় অগ্রগতি অনুসরণ করার সাধারণ নীতি উত্থাপন করা হয়। যাতে ২০২২ সালে চীনের অর্থনীতির স্থিতিশীল, সুষ্ঠু ও উচ্চমানের উন্নয়নের মৌলিক ভিত্তি সরবরাহ করা যায়।

 

চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের পূর্বাভাস বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত চীনের অর্থনীতি পূর্বাভাস প্রেস ব্রিফিংয়ে ২০২২ সালে চীনের অর্থনীতি স্থিতিশীল বৃদ্ধি হবে বলে অনুমান করা হচ্ছে। অনুমান অনুযায়ী, সারা বছর জিডিপির বৃদ্ধি প্রায় ৫.৫ শতাংশ হবে এবং অর্থনৈতিক বৃদ্ধি শুরুর দিকে কিছুটা নিম্ন কিন্তু শেষ দিকে উঁচু হবার প্রবণতা দেখায়। এ ছাড়া পণ্যভোগ, বিনিয়োগ ও নেট রপ্তানি জিডিপির বৃদ্ধিতে যথাক্রমে ৩.৯, ০.৯ এবং ০.৭ শতাংশ অবদান রাখবে।

 

চীনের মহামারীর সাধারণ প্রতিরোধ বিশ্বের নেতৃত্বাধীন স্থানে আছে। মহামারী প্রতিরোধ ও অর্থনৈতিক সমাজ উন্নয়ন সামগ্রিকভাবে পরিকল্পনার সাফল্য স্পষ্ট, উত্পাদন ও জীবনযাপনের শৃঙ্খলা সাধারণত স্থিতিশীল হয়ে অর্থনীতির ধারাবাহিক উন্নয়ন এবং সমাজের স্থিতিশীলতা ত্বরান্বিত করে। এ পর্যন্ত চীনে মোট কোভিড-১৯ সনাক্ত রোগীর এবং মৃত্যু মানুষের সংখ্যা বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীতে সবচেয়ে কম। সারা দেশে কোভিড-১৯ টিকার ২৯৩ কোটি ডোজ প্রয়োগ হয়েছে এবং মোট ১২২ কোটি মানুষ টিকাগ্রহণ সম্পন্ন করেছে। যা বিশ্বের প্রধান অর্থনৈতিক গোষ্ঠীতে সবচেয়ে বেশি এবং অর্থনৈতিক বৃদ্ধির জন্য প্রতিরক্ষার সাধারণ লাইন তৈরি করেছে।

 

চীনের অর্থনীতির স্থিতিস্থাপকতা শক্তিশালী এবং দীর্ঘমেয়াদী ইতিবাচক মৌলিক পরিবর্তন হবে না। বহুপরীক্ষা মোকাবিলা করতে চীন অতিরিক্তি মাত্রার বাজার সুবিধা কাজে লাগিয়ে ধারাবাহিকভাবে সংস্কার ও উন্মুক্তকরণ গভীরতর করে, ইতিবাচকভাবে অর্থনীতির অভ্যন্তরীণ ও বাহ্যিক সঞ্চালন সুষ্ঠু করে, নতুন উন্নয়ন কাঠামো নির্মাণের জন্য নতুন পদক্ষেপ নেয়। এটা আমাদের আস্থা, পাশাপাশি নতুন বছরে অব্যাহতভাবে অর্থনীতির স্থিতিশীল এগিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ ভিত্তি।

 

পরিসংখ্যানে দেখা গেছে, ২০২১ সালে চূড়ান্ত পণ্যভোগের ব্যয়, সর্বোপরি পুঁজি গঠন এবং মালামাল ও পরিষেবার নেট রপ্তানি যথাক্রমে অর্থনৈতিক বৃদ্ধিতে ৫.৩, ১.১ ও ১.৭ শতাংশ দখল করে আছে। যাদের অর্থনৈতিক বৃদ্ধিতে অবদানের হার যথাক্রমে ৬৫.৪, ১৩.৭ ও ২০.৯ শতাংশ। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে চীনের অর্থনীতির বৃদ্ধিতে  পাওয়ার সুইচ তথা বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষমতায়ন এবং  খরচের বৃদ্ধি  প্রধান ভূমিকা পালন করবে।

 

চীনের সুপার স্কেল বাজারের স্পেস বিশাল। ১৪০ কোটিরও বেশি মানুষের মধ্যে ৪০ কোটি মধ্যবিত্ত। এটা চীনের বিভিন্ন সংকটের চ্যালেঞ্জ মোকাবিলা এবং অভ্যন্তরীণ শক্তিশালী বাজার প্রতিষ্ঠার দৃঢ় অবস্থান। ২০২০ সালে মহামারীর প্রভাবে মোট খুচরা বিক্রয় কিছুটা কমেছে। ২০২১ সালে আগের বছরের একই সময়ের তুলনায় তা বৃদ্ধি পায়। পণ্যভোগ নতুন পর্যায়ে এসে ৪৪ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে।

 

যদিও আন্তর্জাতিক পরিবেশ জটিল ও কঠোর, বিশ্বব্যাপী মহামারীর প্রভাব এখনও চলছে, বিনিয়োগ বৃদ্ধি কিছুটা সীমাবদ্ধ করেছে, তবে চীনের উন্নয়ন পর্যায় থেকে কার্যকর বিনিয়োগ সম্প্রসারণ করার সুপ্তশক্তি, স্পেস ও চালিকাশক্তি আছে। উন্নয়ন বিনিয়োগ ত্বরান্বিতকরণের সুপ্তশক্তি বিরাট, ত্রুটিগুলি পূরণ করার বিনিয়োগ স্পেস বিশাল। চীনের মোট সঞ্চয় হার উঁচু, সামাজিক পূঁজি সাধারণত প্রচুর, উত্পাদন ও নির্মাণের সমর্থনকারী পরিবেশ ভাল, কার্যকর বিনিয়োগ সম্প্রসারণ করার চাহিদা থাকার পাশাপাশি ভালো পরিবেশও রয়েছে।

 

চীনের সংস্কার ও উন্মুক্তকরণের কল্যাণ অনেক বেশি। উন্মুক্তকরণের প্রভাবে উন্নয়ন নতুন অতিক্রম বাস্তবায়িত হয়। বিগত একবছরে চীনের মালামাল আমদানি-রপ্তানির মোট পরিমাণ ইতিহাসের রেকর্ড সৃষ্টি করে। “এক অঞ্চল এক পথ” বরাবর দেশগুলোর মধ্যে আমদানি-রপ্তানি পরিমাণ ছিল ১১.৬ ট্রিলিয়ন ইউয়ান। চীন-ইউরোপ মালবাহী ট্রেন ২২ শতাংশ বেড়ে ১৫ হাজার বার চলাচল করেছে। বিশেষ করে, চলতি বছরের প্রথম দিকে ‘আঞ্চলিক ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব তথা আরসিইপি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়। বিশ্বের বৃহত্তম লোকসংখ্যা, বৃহত্তম আর্থ-বাণিজ্যিক মাত্রার এবং উন্নয়নের সুপ্তশক্তি সবচেয়ে বেশি হওয়া অবাধ বাণিজ্য অঞ্চল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবার প্রতীক। এটা নিশ্চয়ই বৈদেশিক বাণিজ্য, পারস্পরিক বিনিয়োগ, আন্তর্জাতিক বাণিজ্য এবং আন্তর্জাতিক বিনিয়োগ উন্নয়ন ত্বরান্বিত করবে।

 

উচ্চমানের উন্নয়ন হচ্ছে “চতুর্দশ পাঁচশালা পরিকল্পনা” উন্নয়নের প্রতিপাদ্য। বিগত এক বছরে বিভিন্ন অঞ্চল ও বিভিন্ন বিভাগ গভীরতার সাথে নতুন উন্নয়ন ধারণা অনুসরণ করে, অর্থনীতির স্থিতিশীল পুনরুদ্ধার ত্বরান্বিত করার পাশাপাশি সংস্কার গভীরতর করা, উন্মুক্তকরণ সম্প্রসারণ করা, উদ্ভাবন ত্বরান্বিত করা, গুণগতমানের বিপ্লব, কার্যকারিতার বিপ্লব ও চালিকাশক্তি বিপ্লব এবং উচ্চমানের উন্নয়নে অর্জিত নতুন সাফল্য ত্বরান্বিত করে। উদ্ভাবন-চালিত উন্নয়ন নতুন সাফল্য অর্জিত হয়, উচ্চ প্রযুক্তি শিল্প দ্রুত উন্নয়ন হয়, একাধিক মালিকানার প্রতিষ্ঠান এক সাথে উন্নয়ন হয়।

 

চলতি বছর বেশ কিছু নির্মাণ শিল্প বিনিয়োগ, প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক গবেষণা ও পরীক্ষা উন্নয়নের বরাদ্দ, প্রযুক্তিগত ইনপুটসহ বিভিন্ন নীতি ও ব্যবস্থা ধারাবাহিকভাবে প্রণয়ন করার সঙ্গে সঙ্গে উদ্ভাবন-চালিত ভূমিকা বাড়ছে, শিল্প আপগ্রেডিং উন্নয়নের প্রবণতা ভাল, প্রতিষ্ঠানের উদ্ভাবন বরাদ্দ অব্যাহতভাবে বাড়াচ্ছে। উদ্ভাবন উন্নয়ন ত্বরান্বিত করা, নতুন উন্নয়ন কাঠামো প্রতিষ্ঠা করায় বিরাট বিনিয়োগ চালিকাশক্তি আছে। (প্রেমা/এনাম)