জানুয়ারি ২৪: গতকাল (রোববার) বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের চাং চিয়া খৌ শীতকালীন অলিম্পিকের ভিলেজে পৌঁছেছেন অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডাসহ বিভিন্ন দেশ ও অঞ্চলের ৪০ জনেরও বেশি সদস্য।
চাং চিয়া খৌ শীতকালীন অলিম্পিক ভিলেজে আবাসিক অঞ্চল, মহাচত্বর এবং পরিচালানার অঞ্চলসহ তিনটি অঞ্চল আছে। এর আবাসিক অঞ্চলে ৯টি অ্যাপার্টমেন্ট ও গণ-ভবন আছে। মহাচত্বর এলাকার আয়তন প্রায় ২১.৭ হাজার বর্গমিটার, ওই অঞ্চল বাণিজ্যিক পরিষেবা, চীনা ওষুধ প্রদর্শনী এবং সাংস্কৃতিক কার্যক্রমসহ ২২টি অপারেটিং স্পেস নিয়ে গঠিত। পরিচালনা অঞ্চল প্রতিযোগিতার সময় ভিলেজের বাসিন্দা, সফরকারী এবং মিডিয়া সদস্যসহ বিভিন্ন মানুষকে সেবা দেবে।
উল্লেখ্য, চাং চিয়া খৌ অলিম্পিক ভিলেজ ২৭ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে খুলবে এবং তা মোট ৫৩ দিন খোলা থাকবে।
শীতকালীন অলিম্পিকের সময় মোট ৭৯টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদলের ২০২০জন খেলোয়াড় ও কর্মকর্তা সেখানে থাকবেন। শীতকালীন প্যারালিম্পিকের ৩৯টি দেশ ও অঞ্চলের প্রতিনিধিদলের ৬৪৪জন খেলোয়াড় ও কর্মকর্তা এ ভিলেজে বাস করবেন। (লিলি/তৌহিদ/শুয়েই)