তুরস্কের অলিম্পিক খেলোয়াড়দের চীন প্রেম
2022-01-24 14:33:24

বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করতে যাচ্ছেন তুরস্কের সাতজন ক্রীড়াবিদ। তাদের মধ্যে একজন হলেন  ফুরকান আকার। তিনি একজন শর্ট ট্র্যাক গতি স্কেটিং খেলোয়াড়। চীনের সঙ্গে তার রয়েছে বিশেষ সম্পর্ক।

 

তুরস্কের ট্র্যাক গতি স্কেটিংয়ের ইতিহাস থেকে আমরা আবিষ্কার করি যে, ১০ বছর আগে তুরস্কের জাতীয় গতি স্কেটিং দল গঠিত হয় এবং তার প্রথম কোচ ছিলেন একজন চীনা নাগরিক। তার নাম ওয়াং সুয়ে মেই। আকারের বড় ভাই বুরাক আকার তখন দলের একজন সদস্য ছিলেন। আকার  বলেন, বড় ভাইয়ের কাছ থেকে তিনি শুনেছেন, একজন চীনা কোচ হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকে তুরস্কে এসেছেন এবং দুবছরের মধ্যে অ্যাথলেটিক্স এবং স্কিয়ারকে  স্কেটিং ক্রীড়াবিদে পরিণত করেছেন। তারা ২০১১ সালে তুরস্ক বিশ্ব  বিশ্ববিদ্যালয় শীত্কালীন গেমসে অংশগ্রহণ করেছেন। বড় ভাইয়ের প্রভাবে আকার একজন  ট্র্যাক গতি স্কেটিং ক্রীড়াবিদে পরিণত হন।

তিনি আশা করেন, এবারের বেইজিং শীত্কালিন অলিম্পিক গেমসে কোচ ওয়াং সুয়ে মেইর সঙ্গে দেখা করতে পারবেন। তিনি বলেন,

আমার বড় ভাই কোচ ওয়াংয়ের কথা অনেক বার বলেছেন এবং তাকে অনেক পছন্দ করেন। আমি বড় ভাইয়ের প্রভাবে ট্র্যাক গতি স্কেটিং শুরু করি। যদি সুযোগ হয়, আমি কোচ ওয়াংয়ের সঙ্গে দেখা করতে চাই এবং কথা বলতে চাই। তিনি তুরস্কে কাজ করেছেন এবং অবশ্যই তুরস্কের ক্রীড়াবিদের ওপর দৃষ্টি রাখেন। মনে হয়, আমাকে দেখে উনিও খুশি হবেন।

 

সম্প্রতি তুরস্ক স্ক্যাটিং কমিটির চেয়ারম্যান ও কোচ ওয়াং সুয়ে মেইর মধ্যে ভিডিও লিঙ্কের মাধ্যমে কথা হয়েছে। তিনি কোচ ওয়াংয়ের সঙ্গে তুরস্কের ক্রীড়াবিদদের বেইজিং যাবার সুখবর শেয়ার করেছেন এবং তুরস্কের  ট্র্যাক গতি স্কেটিংয়ে কোচ ওয়াংয়ের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

তিনি বলেন, ২০০৮ সালে আমরা শুরু করি ট্র্যাক গতি স্কেটিং এবং পরের ১৩ বছরে তুরস্কের ট্র্যাক গতি স্কেটিং বেশ অগ্রগতি অর্জন করেছে। আকার খুব ভাল করে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে। আর আমাদের আরও তরুণ ক্রীড়াবিদ আছে। ২০০৮ সালে কোচ ওয়াং এসবের ভিত্তি তৈরি করেছিলেন। তাই কোচ ওয়াংকে ধন্যবাদ জানাতে চাই।

 

আকারের বড় ভাই এখন তুরস্ক দলের কোচ। তার মতে, তুরস্ক ট্র্যাক গতি স্কেটিংয়ে ওয়াং সুয়ে মেই কোচের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি বলেন, কোচ ওয়াং যা শিখিয়েছেন, এখন আমরা তা ব্যবহার করছি। কোচ ওয়াংকে ধন্যবাদ জানাই।

 

তত্কালীন তুরস্কের স্কেটিং কমিটির  ট্র্যাক গতি স্কেটিংয়ের দায়িত্বশীল ব্যক্তি ইরুমেন্ট ইলদিরিম তখনকার ছবি ও প্রশিক্ষণের লগ এখনও রেখে দিয়েছেন। তিনি ছবি দেখে মনে করেন সেই দিনগুলোর কথা। তিনি বলেন, আমি বলেছি, কোচ ওয়াং আমার জীবন আরও অর্থবহ করেছেন। কোচ ওয়াংয়ের কারণে শিশুরা এ ক্রীড়া ভালবাসে এবং তিনি তুরস্কের ট্র্যাক গতি স্কেটিংয়ের উন্নয়নে বড় অবদান রেখেছেন। কোচ ওয়াং অনেক কাজ করেছেন এবং তুরস্কের নাগরিক  হিসেবে আমরা সবাই তাকে অনেক পছন্দ করি।

 

জেনপেপ ইরকিলিক ছিলেন তুরস্কের ট্র্যাক গতি স্কেটিং দলের প্রধান এবং কোচ ওয়াংয়ের সঙ্গে তিনিই সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন ওই সময়ে। তিনি বলেন, কোচ ওয়াং তাকে যেমন স্কেটিংয়ের কৌশল শিখিয়েছেন, তেমনি তাকে একজন ভালো মানুষ হতে শিখিয়েছেন।

 

তিনি বলেন, কোচ ওয়াংয়ের প্রতি আমার ভালবাসা কথার মাধ্যমে প্রকাশ করা অসম্ভব। যদিও ১০ বছর চলে গেছে, তবে কোচ ওয়াংয়ের সঙ্গে থাকা ওই সময় যেন গতকালের কথা। আমি ও আমার দেশের জন্য কোচ ওয়াংয়ের বিশেষ অর্থ রয়েছে।

 

বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস শুরু হবে এবং আকার এখন ফ্রান্সে শেষ দিকের প্রস্তুতি নিচ্ছে। চীন থেকে কোচ ওয়াং সুয়ে মেইও তাকে উতসাহ দেন। তিনি বলেন, আশা করি, আকার বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসে ভাল করতে পারবে এবং তুরস্কের ট্র্যাক গতি স্কেটিং ক্রীড়াবিদের চেতনা দেখাবে।  এগিয়ে যাও আকার। (শিশির/এনাম/রুবি)