বেইজিং শীতকালীন অলিম্পিকের টেকসই উন্নয়ন-বিষয়ক প্রতিবেদন প্রকাশিত
2022-01-23 06:36:36

আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি এনাম এবং আকাশ।


বন্ধুরা, বসন্ত উতসব আমাদের দরজায় কড়া নাড়ছে। এনাম ভাই, আমাদের ছোটবেলায়, বিশেষ করে ছেলেদের জন্য বসন্ত উতসবের সময়ে কী কাজ সবচেয়ে আনন্দের এবং প্রত্যাশিত ছিল, আপনি কি বলতে পারেন?


এনাম: অবশ্যই, চাও চি এবং অন্যান্য সুস্বাদু খাবার খাওয়া। 

আকাশ: হ্যাঁ, অবশ্যই। কিন্তু আরো কিছু আছে, বলতে পারেন?

এনাম: কী ভাই?


আকাশ: তা হচ্ছে পটকা ফোটানো। আমরা বসন্ত উতসবের প্রায় একমাস আগে পটকা ফোটানো শুরু করতাম। প্রতিদিনই আমরা তা করতাম। অনেক আন্দন পেতাম। এখন পরিবেশ সুরক্ষার জন্য আমরা তা করি না। তবে এ স্মৃতি সবসময় আমাদের মনে থাকবে। 


এনাম ভাই, বাংলাদেশের নতুন বছর শুরুর সময় আপনার ছোটবেলায় আপনি কী করতে সবচেয়ে বেশি পছন্দ করতেন? কিছু মজার স্মৃতি আমাদের সাথে শেয়ার করতে পারেন কি?

এনাম:…

সংগীত

গত ১৩ জানুয়ারি বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের টেকসই উন্নয়ন-বিষয়ক একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের টেকসই উন্নয়ন-বিষয়ক পূর্ব-প্রতিযোগিতা প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিশ্রুতির ৯৮ শতাংশ বাস্তবায়িত হয়েছে। আমরা আজ এ বিষয়ে আপনাদের সাথে আলাপ করব, কেমন?


বন্ধুরা, টেকসই উন্নয়ন হচ্ছে চীনের জাতীয় কৌশল। অলিম্পিক 2020 অ্যাজেন্ডার তিনটি থিমের একটি এটি। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের গোটা প্রক্রিয়ায় এই অ্যাজেন্ডা অনুরসণ করা হচ্ছে। অলিম্পিক গেমসের ইতিহাসে প্রথমবারের মতো এটি করা হচ্ছে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির সার্বিক পরিকল্পনা বিভাগের পরিচালক লি সেন জানান, অলিম্পিক গেমসের আয়োজক হওয়ার আবেদনের সময় থেকে গত ছয়বছরের বেশি সময়ে অনেক টেকসই উন্নয়নের সুফল অর্জিত হয়েছে। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের অন্যতম আয়োজক শহর চাং চা খোয়ের ভাইস মেয়র লিউ হাই ফেং জানান, পরিবেশ নির্মান এগিয়ে নিতে তারা অনেক গাছ রোপন করে আসছেন। প্রতিযোগিতার মূল এলাকায় এখন বনায়নের পরিমাণ ৮০ শতাংশেরও বেশি। 


পরিবেশ সুরক্ষা ছাড়া শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও স্থাপনাওলো প্রতিযোগিতার পর কাজে লাগানো ও আঞ্চলিক উন্নয়ন টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ বিষয়। তাই বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়ামের নকশাতে এটি বিবেচনা করা হয়। নতুন নির্মিত স্টেডিয়ামগুলো তাদের সংশ্লিষ্ট পরিকল্পনা তৈরি করেছে। অলিম্পিক গেমসের পর এসব স্টেডিয়ামে উচ্চ মানের আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের চেষ্টা করা হবে, এবং জনগণের জন্য খুলে দেয়া হবে । 


আসলে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস পূর্ণভাবে ২০০৮ সালের বেইজিং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের স্টেডিয়াম ও স্থাপনাকে কাজে লাগিয়ে আসছে। শীতকালীন অলিম্পিক গেমসের  আয়োজক হওয়ার প্রচেষ্টায় একটি উচ্চাকাঙ্ক্ষা উত্থাপন করেছে বেইজিং। তা হলো শীতকালীন অলিম্পিক গেমসের আয়োজনের মাধ্যমে চীনে ৩০ কোটি লোককে শীতকালীন খেলাধুলায় অংশগ্রহণ করানো। ফলে এ যাবত্ চীনে মোট ৩৪.৬ কোটি লোক শীতকালীন অলিম্পিক খেলাধুলায় অংশগ্রহণ এবং উপভোগ করেছে। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের টেকসই উন্নয়নের সুফলাফল আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি পেয়েছে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির চেয়ারম্যান থমাস বাখ বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের টেকসই উন্নয়ন-বিষয়ক পূর্ব প্রতিযোগিতা প্রতিবেদনে দেখা যায়, এবারের শীতকালীন অলিম্পিক গেমস থেকে চীনা জনগণ ইতোমধ্যে কল্যাণ লাভ করেছেন। পাশাপাশি, মানবজাতির অভিন্ন চ্যালেঞ্জ্য মোকাবিলায় চীনা পদ্ধতি প্রদান করা হয়েছে। 


তিনি বলেন, চীনের টেকসই উন্নয়নের জন্য বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস কাজ করছে। বিশ্ববাসীর সমস্যা সমাধানে আরো সুষ্ঠু টেকসই পদ্ধতি প্রদর্শন করেছে।