ড. রনি ভৌমিকের সাথে চীনের অর্থনীতি নিয়ে আলোচনা
2022-01-21 16:16:10

সুপ্রিয় শ্রোতা, আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক ‘কফি হাউসের আড্ডা’-য় আপনাদের স্বাগত জানাচ্ছি। সম্প্রতি চীনের অর্থনীতি উন্নয়ন সংক্রান্ত ২০২১ সালের প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ২০২১ সালে চীনের অর্থনৈতিক পারফরমেন্স কেমন ছিল? মহামারীর প্রেক্ষাপটে ২০২২ সালে বিশ্ব অর্থনীতিকে কী কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে? এসব বিষয় নিয়ে আলাপ করবো ড. রনি ভৌমিক-এর সঙ্গে। তিনি বর্তমানে কুয়াংতুং ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের বিজনেস স্কুলের ফিনান্সের সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন। ২০১৭ সালে তিনি চায়নার বিখ্যাত চায়নিজ একাডেমি অফ সায়েন্সেসের ম্যানেজমেন্ট সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এর ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর গবেষণায় অগ্রাধিকার পাচ্ছে শেয়ার বাজার, পরিবেশগত অর্থনীতি এবং ‘এক অঞ্চল, এক পথ’-এর মতো বিষয়। চলুন তাহলে, ড. রনি ভৌমিকের সঙ্গে আড্ডা দিই। (স্বর্ণা/আলিম/ছাই)