আপন আলোয়-৫২
2022-01-21 19:30:11


পর্বে অন্তরঙ্গ আলাপনে থাকছেন: মীর মাসরুর জামান রনি

 

 

অন্তরঙ্গ আলাপন

আবৃত্তিতে লেখাপড়া চিন্তার খামতি রয়েছে: মীর মাসরুর

বিশিষ্ট আবৃত্তিশিল্পী, নির্দেশক, প্রশিক্ষক, উপস্থাপক সংগঠক মীর মাসরুর জামান রনি

দেশের মঞ্চ টেলিভিশন-বেতারে জনপ্রিয় আবৃত্তিশিল্পী তিনি দায়িত্ব পালন করছেন স্বরশ্রুতির সাধারণ সম্পাদক হিসেবে নিজের আবৃত্তির পাশাপাশি নির্দেশনা দিয়েছেন বেশ কিছু দর্শকনন্দিত আবৃত্তি প্রযোজনায় আবৃত্তি প্রশিক্ষক হিসেবেও নিজের একটা স্বতন্ত্র অবস্থান করে নিয়েছেন

বহুমুখী প্রতিভার অধিকারী মীর মাসরুর জামান রনি পেশাগত জীবনে একজন নামি সাংবাদিক কাজ করছেন চ্যানেল আইয়ে সিনিয়র বার্তা সম্পাদক হিসেবে

       

                                       

ছবি: মীর মাসরুর জামান রনি

গণমাধ্যম উন্নয়ন সংস্থা সমষ্টি প্রতিষ্ঠাতা পরিচালক তিনি সাংবাদিকতা বিষয়ে বেশ কিছু লেখালেখি রয়েছে তার

মীর মাসরুর খণ্ডকালীন শিক্ষকতায় করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম এন্ড ফটোগ্রাফি বিভাগে সাংবাদিকতায় প্রশিক্ষণ দিয়ে থাকেন পিআইবি, নিমকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানে টেলিভিশনে সংবাদ বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায়ও রয়েছে তাঁর পরিচিতি

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় স্বর্ণপদকসহ বহু পুরস্কার সম্মাননা রয়েছে তার ঝুলিতে

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন নিজের এবং সাংগঠনিক আবৃত্তিচর্চার বিষয়ে সাংগঠনিক আবৃত্তি চর্চাকে গুরুত্বপূর্ণ মনে করলেও দিন শেষে শিল্প হিসেবে আবৃত্তি ব্যক্তিগত  চর্চা ধ্যানজ্ঞানের বিষয় বলে মানেন মীর মাসরুর আবৃত্তিতে লেখাপড়া চিন্তার খামতি রয়েছে বলেও মনে করেন তিনি

অনুষ্ঠানে শুনিয়েছেন কয়েকটি চমৎকার আবৃত্তি

---------------------------------------------------------------------------

প্রিয় বন্ধুরা, আপনাদের মূল্যবান পরামর্শ আমাদের সমৃদ্ধ করবে চীন আন্তর্জাতিক বেতার-সিআরই বাংলা ফেসবুক পাতা facebook.com/cmgbangla আপনার মন্তব্য করতে পারেন

 

সিএমজি বাংলা ফেসবুক পাতা facebook.com/cmgbangla এবং ইউটিউব লিঙ্ক youtube.com/cmgbangla তে গিয়েও আমাদের অনুষ্ঠান সম্পর্ক জানাতে পারেন আপনার মূল্যায়ন

 

পরবর্তী অনুষ্ঠানে আমরা বাংলাদেশ-চীনের সংস্কৃতিক অঙ্গনের আরো কিছু খবর এবং গুণিজনের অন্তরঙ্গ আলাপন নিয়ে হাজির হবো আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকুন

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা উপস্থাপনা: মাহমুদ হাশিম

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া