আয়ঙ্গা
2022-01-21 11:31:31

আয়ঙ্গা ১৯৮৯ সালের ২৩ অক্টোবর চীনের ইনার মঙ্গোলিয়ার অর্ডোস শহরের ওটগ ব্যানার বা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের গীতিনাট্য অভিনেতা, গায়ক এবং চলচ্চিত্র ও টিভি অভিনেতা। তিনি বেইজিং ডান্স অ্যাকাডেমি’র গীতিনাট্য বিভাগ থেকে স্নাতক হন।

 

ছোটবেলায় তিনি ইনার মঙ্গোলিয়ার তৃণভূমিতে ভেড়া পালন করতেন এবং গান গাইতেন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হবার পর তিনি বেইজিং ডান্স ড্রামা এবং অপেরার একজন গীতিনাট্য অভিনেতা হন।

 

২০১২ সালে আয়ঙ্গা চীনের প্রথম অবৈষয়িক সাংস্কৃতিক পুরাকীর্তি খুনলুন পৌরাণিক কাহিনীকে উপজীব্য করে নির্মিত অরিজিনাল মিউজিক্যাল ‘খুনলুন পৌরাণিক কাহিনী’তে অভিনয় করেন এই গুণী শিল্পী। ২০১৩ সালে তিনি তৃতীয় ‘সিসিটিভি তরুণ গায়ক গ্র্যান্ড প্রিক্স—ইনার মঙ্গোলীয় এলাকা’র জনপ্রিয় সঙ্গীত স্টাইলে প্রথম স্থান পেয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজে প্রবেশ করেন। ২০১৬ সালে তিনি সিসিটিভির বসন্ত উত্সব গালায় পরিবেশন করেন। একই বছর তিনি প্রথম একক অ্যালবাম ‘সি লা তৃণভূমি’ প্রকাশ করেন।

 

গানটি কেমন লেগেছে? নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, তাইনা? গান গাওয়া ও গীতিনাট্যে পরিবেশন ছাড়াও তিনি অনলাইন নাটকে অভিনয় করেন। ২০১৭ সালে তাঁর গাওয়া গান ‘মঙ্গোলীয় সুগন্ধি’ সিসিটিভি ১৫’র ‘গ্লোবল চায়নিজ মিউজিক’ অক্টোবর মাসের দ্বিতীয় পর্বে চ্যাম্পিয়ন হয়।

 

‘পালতোলা’ আসলে একটি টিভি নাটকের থিম সং। টিভি নাটকটি মহাকাশ সম্পর্কিত। গানটি ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত হয়। আয়ঙ্গা চীনা ভাষায় গানটি গেয়েছেন। ‘একশ’ বছর’ আয়ঙ্গার গাওয়া আরেকটি গান। গানটি ২০২১ সালের মে মাসে প্রকাশিত “বিশ্বাস মহান করে তোলে” অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। 

 

গত বছরের সেপ্টেম্বর মাসে প্রথম কোভিড-১৯ মহামারী প্রতিরোধ-বিষয়ক টিভি নাটক সিসিটিভিতে প্রচারিত হয়। আয়ঙ্গা টিভি নাটকটির জন্য থিম সং “মানুষকে প্রথমে রাখুন” সৃষ্টি করেন। যাতে সকল চিকিত্সাকর্মীর প্রতি স্যালুট জানানো হয়।  (প্রেমা/এনাম)