আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন শিক্ষার্থী খান রাজিব রাজ। বর্তমানে তিনি লানচৌ ইন্সটিটিউট অব কেমিক্যাল ফিজিক্সে কর্মরত আছেন। তিনি ২০১৯-২০২০ সেশনে চায়নিজ সরকারের সবচেয়ে সম্মানজনক এবং ইয়াং ট্যালেন্ড রিসার্চ ন্যাশনাল সায়েন্স প্রজেক্ট-এর অধীনে এএনএসও বৃত্তি পেয়ে পলিমার বেস থ্রিডি প্রিন্টিং-এর ওপর পিএইচডি করার সুযোগ পান। তাঁর এই চায়নিজ ইন্সটিটিউট অব সায়েন্সেস শুধুমাত্র চীনে এক নম্বর নয়, বিশ্বের এক নম্বর গবেষণা ইন্সটিটিউট হিসেবে স্বীকৃত। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।