বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে নারী কন্ঠশিল্পী জিন ওয়েন ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর গান শোনাবো। তিনি ১৯৮৬ সালের ২৩ জুলাই হ্যেলংজিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি স্যিআন সংগীত একাডেমি থেকে স্নাতক হন। তিনি একজন কন্ঠশিল্পী ও সংগীতজ্ঞ। ২০১৪ সালে তিনি একটি জনপ্রিয় টিভি সিরিজের জন্য থিম সং রচনা করেন এবং গানটিতে কন্ঠ দেন। তখন থেকে চীনে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। প্রথমে আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সময়ের চোর’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী জিন ওয়েন ছি’র কন্ঠে ‘সময়ের চোর’ শীর্ষক গান। ২০১৫ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। একই বছরের অগাষ্ট ও সেপ্টেম্বরে তিনি ট্যুর কনসার্ট আয়োজন করেন। একই বছরের ৯ ডিসেম্বর তিনি নতুন গান প্রকাশ করেন। ২০১৬ সালের এপ্রিলে তিনি অষ্টম ‘চায়নিজ মিউজিক অ্যাওয়ার্ডজ’-এর বার্ষিক শ্রেষ্ঠ নারী কন্ঠশিল্পীর জন্য মনোনয়ন পান। অগাষ্ট মাসে তিনি কার্টুন চলচ্চিত্রের জন্য থিম সং রচনা করেন এবং গানটিতে কন্ঠ দেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘শানশান’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন নারী কন্ঠশিল্পী জিন ওয়েন ছি’র কন্ঠে ‘শানশান’ শীর্ষক গান। ২০১৭ সালে তিনি নিজের দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। ২০১৮ সালের ১৭ জানুয়ারিতে তিনি নেটইজি’র ২০১৭ সালের সংগীত প্রতিযোগিতার বার্ষিক সবচেয়ে জনপ্রিয় সংগীতজ্ঞের পুরস্কার লাভ করেন। একই বছরের ২৬ মার্চ তিনি ২৫তম চায়নিজ টপ টেন মিউজিক অ্যাওয়ার্ডজের শ্রেষ্ঠ সংগীতজ্ঞের পুরস্কার লাভ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘ভালবাসি’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন জিন ওয়েন ছি’র কন্ঠে ‘ভালবাসি’ শীর্ষক গান। ২০১৯ সালে তিনি চলচ্চিত্রের থিম সংয়ে কন্ঠ দেন। তিনি ছোটবেলা থেকে পিয়ানো ও অ্যাকর্ডিয়ন শিক্ষা শুরু করেন। তিনি স্যিআন সংগীত একাডেমির বেল ক্যান্টো বিভাগ থেকে স্নাতক হন। শিক্ষার্থী থাকাকালে তিনি সংগীত ম্যাগাজিনের জন্য প্রবন্ধ লিখতেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘রোদ অনিদ্রা’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, আপনারা শুনছিলেন জিন ওয়েন ছি’র কন্ঠে ‘রোদ অনিদ্রা’ শীর্ষক গান। তিনি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর সংগীত রচনা শুরু করেন। তিনি বেশ কয়েক জন জনপ্রিয় কন্ঠশিল্পীর জন্য সংগীত রচনা করেছেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘জোয়ার যখন চাঁদের প্রেমে পড়ে’ শীর্ষক গান শোনাবো। গানটিতে বলা হয়েছে: আমার কী কী আছে? প্রতিটি শব্দ-তরঙ্গ স্তূপ হয়ে আছে। সময় আমার প্রত্যাশা বোঝে, তবে আমার অপেক্ষা করে না।
চলুন, বন্ধুরা, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, আপনারা শুনছিলেন জিন ওয়েন ছি’র কন্ঠে ‘জোয়ার যখন চাঁদের প্রেমে পড়ে’ শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘প্রাথমিক স্বপ্ন’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম/রুবি)