চীনজুড়ে নববর্ষ উদযাপনের প্রস্তুতি
2022-01-20 20:42:47

রওজায়ে জাবিদা ঐশী, জানুয়ারি ২০: চীন জুড়ে নববর্ষ উদযাপনের পূর্ব প্রস্তুতি চলছে। উৎসব শুরুর আগ মুহূর্তে কেনাকাটা থেকে শুরু করে খাবার দাবার তৈরিরও ধুম পড়েছে। মৌসুম শুরুর আগে সরগরম হয়ে উঠেছে ফুলের বাজারও।

চীনাদের সবচেয়ে বড় উৎসব লুনার নববর্ষ। তাই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটির জন্য নিজেদের সাজ সজ্জার পাশাপাশি ঘর সাজানোতে ব্যস্ত হয়ে পড়ে তারা। এই সময়টাতে বিশেষ করে কাঁচা ফুল থেকে শুরু করে প্লাস্টিক এবং কাপড়ের তৈরির ফুলের চাহিদা খুব বেড়ে যায়।

আসছে বসন্ত উৎসবকে ঘিরে দক্ষিণ চীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের ফুলের বাজার সরগরম হয়ে উঠেছে। লাল রঙ নতুন বছরের সৌভাগ্যের প্রতিনিধিত্ব করে বলে মনে করেন চীনারা। এদিকে, উজ্জ্বল রঙের ফুলের প্রতিই ক্রেতাদের আকর্ষণ বেশি বলে জানান ব্যবসায়ীরা।

 

“উজ্জ্বল রঙের ফুল এবং সুগন্ধিযুক্ত ফুল ক্রেতাদের মধ্যে বেশি জনপ্রিয়। লাল গোলাপ এবং সুগন্ধযুক্ত লিলি জনপ্রিয় কারণ লাল একটি উৎসবের রঙ। দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। তাই ক্রেতাদের ভিড় বেড়েছে।”

 

চীনারা এইটাকে ভাগ্যের ঝুড়ি বলে থাকেন। শুনে অবাক হলেও এর বেশ চাহিদা রয়েছে।

 

ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে অনেক ক্রেতাকে উজ্জ্বল রঙের আজালিয়া ও ক্যামেলিয়া কিনতেও দেখা যায়। 

 

বসন্ত উৎসব কেন্দ্রীক ফুলের ব্যবসা জমজমাট থাকায় বিক্রেতারাও বেশ খুশি। বাজারের এই অবস্থা স্থিতিশীল থাকলে আগামী সপ্তাহে আরো বেশি বেচাকেনা হবে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের।

এদিকে, ইউননানের কুনমিংসহ বিভিন্ন শহরের ফুলের বাজার জমে উঠেছে। রঙ বেরঙের ফুলে ভরে  গেছে বিপনিবিতান। এতো ফুলের সমাহার দেখে মনে হয়, বসন্ত দরজায় কড়া নাড়ছে। 

সম্পাদনা: সাজিদ রাজু