ক্লাউস শোয়াবের সাক্ষাত্কার
2022-01-19 16:38:24

গত ১৭ জানুয়ারি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিং থেকে অনলাইনে ২০২২ বিশ্ব অর্থনীতি ফোরামে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ এক ভাষণ দিয়েছেন।

তার আগে  ২০১৭ সালে প্রদত্ত ভাষণে তিনি অর্থনীতির বিশ্বায়ন নিয়ে চীনের ধারণা তুলে ধরেন এবং ২০২১ সালের ভাষণে তিনি বহুপক্ষবাদ রক্ষার প্রস্তাব উত্থাপন করেন।  আর এবার তিনি মহামারি-উত্তর যোগে সুন্দর পৃথিবী গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন।

গেল পাঁচ বছরে বিশ্ব অর্থনীতি ফোরামে প্রেসিডেন্ট সি তিনবার ভাষণ দিয়েছেন। এসব ভাষণ তিনি বৈশ্বিক সংস্কারের গুরুত্বপূর্ণ সময়ে দিয়েছেন।  গেল পাঁচ বছরে চীন ও বিশ্বের পরিবর্তন, এবং বিশ্বের জন্য চীনের  পরিকল্পনা ভাষনে ওঠে এসেছে। এসব নিয়ে বিশেষ এক সাক্ষাত্কার দিয়েছেন বিশ্ব অর্থনীতি ফোরামের প্রতিষ্ঠাতা ও নিবার্হী চেয়ারম্যান ক্লাউস শোয়াব। (শিশির/এনাম/রুবি)