২০২২ সালে চীনের অর্থনীতি স্থিতিশীল থাকবে: কেন্দ্রীয় ব্যাংক
2022-01-19 15:06:06

জানুয়ারি ১৯: চীনের কেন্দ্রীয় ব্যাংক চায়না পিপলস ব্যাংক সম্প্রতি ঋণ, অর্থ সরবরাহ, ও সামাজিক অর্থায়নের স্কেলসহ  ২০২১ সালের প্রধান আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে। চীনের গণব্যাংকের ডেপুটি গভর্নর লিউ কুও ছিয়াং গতকাল (মঙ্গলবার) বলেন, ২০২১ সালে চীনের প্রধান আর্থিক সূচক ২০২০ সালের ভিত্তির ওপর দাঁড়িয়ে স্থিতিশীল ছিল; ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এদিকে, ২০২২ সালে চীনে ক্রেডিটের ক্ষেত্রে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে এবং রেনমিনপি’র বিনিময়-হার একটি যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ স্তরে স্থিতিশীল থাকবে।

চীনের গণব্যাংকের পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে রেনমিনপি-তে নতুন ঋণের পরিমাণ ছিল ১৯.৯৫ ট্রিলিয়ন ইউয়ান, যা ২০২০ সালের তুলনায় ৩১৫ বিলিয়ন ইউয়ান বেশি। আর ২০২১ সালের শেষ দিকে ব্রড মানি সাপ্লাই (এম২) এবং সামাজিক অর্থায়নের স্কেল আলাদাভাবে ২০২০ সালের একই সময়ের তুলনায় ৯.০ ও ১০.৩ শতাংশ বেশি ছিল। দু’বছরের গড় থেকে দেখা যায় যে, এম২ ও সামাজিক অর্থায়ন স্কেলের বৃদ্ধির হার ছিল যথাক্রমে ৯.৫ ও ১১.৮ শতাংশ। ২০২১ সালের শেষে ম্যাক্রো লিভারেজ ছিল ২৭২.৫ শতাংশ, যা ২০২০ সালের একই সময়ের তুলনায় ৭.৭ শতাংশ পয়েন্ট কম।

এ সম্পর্কে এদিন চীনের গণব্যাংকের ডেপুটি গভর্নর লিউ কুও ছিয়াং রাষ্ট্রীয় পরিষদের এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “সামষ্টিক দিক থেকে দেখলে, ২০২১ সালের মুদ্রানীতিতে নমনীয়তা ও নির্ভুলতা প্রতিফলিত হয়েছে। এ বছর মুদ্রানীতি ছিল দূরদর্শী, স্থিতিশীল, প্রাসঙ্গিক, কার্যকর। চীনে প্রধান আর্থিক সূচক ২০২০ সালের ভিত্তিতে ভবিষ্যতেও শক্তিশালী হতে থাকবে।”

তিনি বলেন, ২০২২ সালে ক্রেডিটের ক্ষেত্রে স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় থাকবে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর বহুমুখী পুঁজি সংগ্রহের ধারা অব্যাহত থাকবে, রেনমিনপি’র বিনিময়-হার যুক্তিসঙ্গত ও ভারসাম্যপূর্ণ পর্যায়ে স্থিতিশীল থাকবে।

সম্প্রতি চীনা গণব্যাংক এক বছরের মধ্যমেয়াদী ঋণ সুবিধা এবং সাত দিনের খোলা বাজার অপারেশনের সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমিয়েছে। পাশাপাশি, অর্থবাজার এবং বন্ড মার্কেটে সুদের হারও কমেছে। কিন্তু একই সময়ে, মার্কিন ফেড একটি ইঙ্গিত দিয়েছে যে, ঋণপত্র ক্রয়ের ব্যাপকতা কমানো হবে এবং সুদের হার বাড়ানোর সম্ভাবনা থাকবে। চীনা গণব্যাংকের মুদ্রানীতি বিভাগের পরিচালক সুন কুও ফেং বলেন, উন্নত দেশগুলোর মুদ্রানীতিতে সমন্বয়সাধন চীনের প্রভাবে সীমিত থাকবে। তিনি বলেন,

“আমরা লক্ষ্য করেছি যে, সম্প্রতি উন্নত দেশগুলো মুদ্রানীতি সমন্বয় করতে শুরু করেছে। মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধি এবং ঋণপত্র ক্রয় কমানোর সম্ভাবনা ইতোমধ্যেই বাজারে প্রভাব ফেলতে শুরু করেছে। এদিকে, চীনের ম্যাক্রো অর্থনীতি বড় এবং স্থিতিস্থাপক। মহামারীর মধ্যেও চীন স্বাভাবিক মুদ্রানীতিই বজায় রেখেছে। এতে বাজারে যুক্তিসঙ্গত ও পর্যাপ্ত তারল্য বজায় থেকেছে, রেনমিনপি’র বিনিময়-হার স্থিতিশীল থেকেছে। এতে বাহ্যিক ঝুঁকি প্রশমন ও মোকাবিলা সহজতর হয়েছে। সামষ্টিকভাবে উন্নত দেশগুলোর মুদ্রানীতির সমন্বয় চীনের প্রভাবে সীমিত থাকবে।”

সুন কুও ফেং বলেন, চীনের গণব্যাংক অভ্যন্তরীণ পরিস্থিতি অনুসারে বিচক্ষণ মুদ্রানীতি অব্যাহত রাখবে। একই সঙ্গে, রেনমিনপি’র বিনিময়-হারে নমনীয়তা বাড়াবে। এতে আন্তঃদেশীয় অর্থ-প্রবাহ স্থিতিশীল থাকবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)