রাখাল ছেলের অলিম্পিক
2022-01-19 17:02:12

চীনের সিনচিয়াংয়ের বোরতলা মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত এলাকার ওয়েন ছুয়ান জেলার একটি স্কি মাঠে ২০ জনের বেশি আন্তঃকান্টি স্কি খেলোয়াড় প্রশিক্ষণ নিচ্ছেন। তাদের মধ্য থেকে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

 

তাদের একজন তুর্সংকাং বার্লিক। ছাব্বিশ বছর বয়সী তুর্সংকাংয়ের জীবন অতি কষ্টে-সৃষ্টে কোনোভাবে এগিয়ে চলছে। যাজাবক এলাকার প্রাথমিক স্কুল থেকে সিনচিয়াং বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি তার বন্ধুদের ও পরিবারের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

 

পনেরো বছর বয়সে তিনি প্রথম সাইকেল পেয়েছেন এবং পরে তিনি চীনের নানা জায়গায় সাইকেল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আরো পরে তিনি তার প্রিয় ক্যারিয়ার আবিষ্কার করেন। প্রতিযোগিতায় অংশ নিতে তিনি বিশ্ববিদ্যালয় ত্যাগের সিদ্ধান্ত নেন। সেসঙ্গে তুর্সংকাং সাইকেলও ত্যাগ করেন।

 

২০১৮ সালে ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের তুষার ও বরফ খেলোয়াড় বাছাই করতে জাতীয় ক্রীড়া ব্যুরো চীনের নানা স্থানে বাছাই কার্যক্রম চালু করে। এ সুযোগে তুর্সংকাং সাইকেল পরিত্যাগ করে আন্তঃকান্টি স্কি খেলোয়াড়ে পরিণত হন।

 

আধুনিক অলিম্পিকের উদ্যোক্তা কুবার্টিন বলেছেন, জীবনে জয় লাভ নয়, বরং লড়াই করাই হচ্ছে সবেচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এ থেকে শিক্ষা নিয়ে তুর্সংকাং বলেন, “২০২২ সালে আমি যদি সফল না হয়, তাহলে আমি প্রচেষ্টা চালিয়ে যাব। কারণ হাল না ছাড়লে ২০২৬ সালে আমি আরও সুযোগ পাব”।

 

একটি ক্রীড়া ছেড়ে আরেকটি ক্রীড়া শুরু করা সহজ কাজ নয়। তুর্সংকাং স্থল থেকে তুষারে আসেন। তাই তাকে কৌশল রপ্ত ও গতি বাড়ানোর আগে এ বিষয়ে জ্ঞান লাভ করতে হয়।

 

ওয়েন ছুয়ান জেলা তুর্সংকাংয়ের জন্মস্থান। আর আগে এখানে স্কি মাঠ ছিল না। ২০২২ বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের জন্য একে জাতীয় আন্তঃকান্টি স্কি দলের প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে নির্বাচন করা হয়। ২০২১ সালের অক্টোবরে এখানে নির্মিত হয় আন্তর্জাতিক পর্যায়ের আন্তঃকান্টি স্কি মাঠ।

 

ছোটবেলায় তুর্সংকাং পরিবারের সঙ্গে যাযাবর জীবনযাপন করেছেন। তখন তিনি শীতকালের চারণভূমিতে ভেড়ার পাল চড়াতেন। তখন তিনি বেশ কিছু দিন কোনো গরম খাবার খেতে পারতেন না। ভেড়ার কোন মহামারি হলে বা শী্তে ভেড়া মারা গেলে তার পরিবারে মারাত্মক বিপর্যয় নেমে আসতো।

তবে এখন তিনি পেশাদার স্কি পোষাক পরেন, ইংরেজিতে বিদেশি কোচের সঙ্গে কথা বলেন, তার জীবন পুরোপুরি পাল্টে গেছে। রাখাল বালক থেকে হয়ে ওঠেছেন আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড়।

 

২০১৮ সালের ১৮ অক্টোবর, তিব্বতে ৩,৬০০ মিটার উচ্চতায় একটি সাইকেল প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন তুর্সংকাং। এ প্রতিযোগিতা দেখে চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো তাকে আমন্ত্রণ জানায় শীতকালীন অলিম্পিক গেমসে।

 

তুর্সংকাং মনে করেন, চীনের পক্ষ থেকে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করা বড় একটি মর্যাদার বিষয়। অন্য কোন স্বপ্নই এর তুলনায় কিছুই না। পাশাপাশি, তাকে সাইকেল পরিত্যাগ না-করার কথা বলে জাতীয় ক্রীড়া ব্যুরো। মানে স্কি প্রশিক্ষণের ফাকে যদি সময় পান, তাহলে তিনি সাইকেলও চালাতে পারেন তিনি।

 

উত্তর ইউরোপে শুরু হয় আন্তঃকান্টি স্কি এবং তাকে তুষারের উপর ম্যারাথন বলে ডাকা হয়। দীর্ঘসময় সাইকেল চালানোর কারণে তার দৃঢ়তা অনেক বেশি। তবে স্কির জন্য শরীর এবং মনের শক্তি দরকার। তাই তিনি রাতে ব্যক্তিগতভাবে অতিরিক্ত প্রশিক্ষণ নেন।

 

আসলে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে মাত্র চার জন চীনের পক্ষ থেকে আন্তঃকান্টি স্কি প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। তুর্সংকাং বলেন, তার কোন চিন্তা নেই। তিনি জানেন প্রতিযোগিতা তীব্র হবে এবং শেষ পর্যন্ত নির্বাচিত হতে পারবেন কিনা-তারও নিশ্চয়তা নেই। তবে তিনি বলেন, “আমি প্রতিনিয়ত চ্যালেঞ্জ মোকাবিলা করছি, তাই অসুবিধা নেই”।

 

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয়ার ছবি ও ভিডিও তার বাবা-মাকে পাঠান তুর্সংকাং এবং বোনাস দিয়ে বাবা-মায়ের জীবনযাপনের মান উন্নত করেন।

 

সিনচিয়াংয়ের উন্নয়নও তুর্সংকাংয়ের মতো সাধারণ মানুষদের নিজের স্বপ্ন বাস্তবায়নের সম্ভবনা দেখায়। তার বাবা-মা আর যাযাবর নয়। সরকারের নির্মিত বসতিতে বাস করেন তারা। তার পরিবারের এখন ৪০টি গরু ও ৪০০টি ভেড়া আছে এবং জেলা শহরে একটি নতুন বাসা কিনেছে। অনেক স্থানীয় শিশু এখন তুর্সংকাংয়ের মতো ক্রীড়ায় মেতে ওঠেছে।

 

ওয়েন ছুয়ান জেলার স্কি মাঠে অনেক শিশু দাঁড়িয়ে তুর্সংকাংয়ের প্রশিক্ষণ দেখছে। তাদের দেখে তুর্সংকাংয়ের ছোট বেলার কথা মনে পড়ে যায়। তখন তিনিও তাদের মতো রাস্তার পাশে দাঁড়িয়ে সাইকেল প্রতিযোগিতা দেখতেন। তিনি শিশুদেরকে বলেন, যদি স্বপ্ন থাকে এবং নিজের উপর বিশ্বাস থাকে তবেই তোমার একটি ভিন্ন ভবিষ্যত হবে। তিনি একথা দিয়ে নিজেকেও বার বার উত্সাহ দেন। (শিশির/এনাম/রুবি)