‘যদি মেঘ জানে’
2022-01-18 14:28:36

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই রু ইয়ুনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

সুই রু ইয়ুন, ১৯৭৪ সালে চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ান সঙ্গীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার। পাশাপাশি তিনি একজন লেখক ও আভিনেত্রী।

 

১৯৯৫ সালে সুই রু ইয়ুনের প্রথম অ্যালবাম ‘অন্যকে খুশি করা’ প্রকাশিত হয়। একই বছর তাঁর অ্যালবাম ‘যদি মেঘ জানে’ প্রকাশের পর এশিয়ায় ২২ লাখ কপি বিক্রি করা হয়। আর তিনি এই অ্যালবাম নিয়ে চীনা ভাষার শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পীর মনোনয়ন পান।

 

১৯৯৭ সালে সুই রু ইয়ুনের অ্যালবাম ‘সুই রু ইয়ুনের শ্রেষ্ঠ ১৩টি গান’ বাজারে আসে। ১৯৯৮ সালে তাঁর পঞ্চম অ্যালবাম ‘আমি এখনো তোমাকে এত ভালোবাসি’ মুক্তি পায়। ২০০২ সালে তাঁর অ্যালবাম ‘মেঘ চলে গেছে’ প্রকাশিত হয়।  ২০১০ সালে তাঁর বই ‘তুলনা’ প্রকাশিত হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুই রু ইয়ুনের গান ‘যদি মেঘ জানে’। গানের কথায় বলা হয়: যদি ভালোবাসা বরফ হয়। সব কিছু হবে শান্ত। যদি অশ্রু শেষ হয়, শুধু দৃঢ় সংকল্প থাকে। নিজেকে রাতের সীমান্তে রাখি। সত্যি অনেক ক্লান্তি। এত স্মৃতি, আমি শ্বাস নিতেও পারি না। যদি মেঘ জানে, তোমাকে মিস করার প্রত্যেক সেকেন্ডে অনেক ব্যথা।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন সুই রু ইয়ুনের গান ‘তোমার চোখ’। গানের কথাগুলো এমন: তোমার ভালোবাসায় আমি জেগে উঠতে পারি না। আমি চোখ বন্ধ করে এই জীবনে ঘুমিয়ে থাকতে চাই। তুমি আমার ভবিষ্যত্। তোমার চোখে এই জীবনের দুঃখ দেখাতে চাই না। তোমার বুকে চুমু দিতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন সুই রু ইয়ুনের গান ‘সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হয়েছে’। গানের কথায় বলা হয়: আমি অনুভব করতে পারি, আমার হৃদয় হরিণের মত গভীর রাতে দৌড়ায়। আমি তোমাকে কোলে নেই, আমি তোমাকে চুমু দেই, আমি হাসতে কাঁদি। আমি বুঝতে পারি না, স্বপ্ন এত সত্য হতে পারে। বিদায় দিলেও ভালোবাসা মুছে যায় না। তোমার ভালোবাসে আমি অনুতাপ করি না। চোখ বন্ধ করে তোমার আলিঙ্গন অনুভব করি।

আচ্ছা, শুনুন এই গান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুই রু ইয়ুনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)