চি খ্য চুন ই
2022-01-17 11:17:01

চি খ্য চুন ই এর আসল নাম ওয়াং চুন ই এবং তাঁর ইংরেজি নাম সামার। তিনি ১৯৮৮ সালের ১৩ মে সিছুয়ান প্রদেশের লিয়াং শান ই জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের কান লুও জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চীনের মূল-ভূভাগের ই জাতির পপ-সংগীত গায়িকা, চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।

 

২০১২ সালে তিনি ‘দ্য ভয়েস অফ চায়না সিজন ১’ অংশ নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন এবং দেশের সাধারণ ফাইনালের ব্রোজ-আপ হয়ে আনুষ্ঠানিকভাবে শোবিজ জগতে প্রবেশ করেন। একই বছর, তিনি তাঁর প্রথম একক গান ‘রঙিন কালো’ প্রকাশ করেন। 

 

ছোটবেলা থেকে তিনি ছবি আঁকতে পছন্দ করতেন। কিন্তু তাঁর মা গান গাইতে অনেক পছন্দ করেন। সেজন্য মা’য়ের প্রভাবে তিনিও গান গাওয়া শুরু করেন। বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময় তিনি বারে গান গাইতেন। ২০০৯ সালে তিনি ‘হ্যাপি গার্ল’ গান প্রতিযোগিতায় অংশ নিয়ে কুয়োংচৌ এলাকার ৩০তম স্থান অর্জন করেন। ২০১৩ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্র ‘নির্বাসিত’ অভিনয় করেন। সেই বছরের অক্টোবরে তিনি একক ইংরেজি গান ‘সামার টাইম’ প্রকাশ করেন। গানটি ২০১৪ সালে তাঁর প্রথম একক অ্যালবাম ‘সামারে’ অন্তর্ভুক্ত হয়। বন্ধুরা, এখন আমি আপনাদের চি খ্য চুন ই’র সেই ইংরেজি গান ‘সামার টাইম’ আপনাদের শোনাতে চাই। সেই সঙ্গে শোনাব, ‘সামার’ নামক অ্যালবামে অন্য একটি গান। গানের নাম ‘অবিলম্বে রওয়ানা’। 

 

২০১৩ সালের ৯ অগাস্টে চি খ্য চুন ই আন্তর্জাতিক শীর্ষ ফ্যাশন ম্যাগাজিন ‘ভোগ’-এর জন্য তৈরি করা ভোগ গান—《Let's Vogue》‘লেটস ভোগ’ প্রকাশিত হয়। এটা ভোগ-চায়না প্রথমবারের মতো চীনের শীর্ষগায়িকার সঙ্গে গাওয়া গান। গানটিতে চি খ্য চুন ই ফ্যাশন নতুন নারীর পক্ষ থেকে বিশ্বকে ঘোষণা করেন যে, সুন্দর হওয়ার পাশাপাশি চিন্তাশীল হতে হয়। সৌন্দর্যও এক ধরনের শক্তি। তিনি সবাইকে বিশ্বের সঙ্গে সংযুক্ত করেন। 

 

২০১৬ সালের মে মাসে তিনি ‘নির্ভীক’ নামের অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামে মোট ৯টি গান অন্তর্ভুক্ত হয়েছে। গানের স্টাইলে ভিন্নতা আছে। প্রেমের গান থাকার পাশাপাশি ছন্দময় স্তর সমৃদ্ধ নাচও  আছে। ‘দ্য লাস্ট লাভার্স’ এবং ‘লোশন ন’ চি খ্য চুন ই’র নরম দিক প্রদর্শন করে। 

 

গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে আজ ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শেষ গান হিসেবে আমি আপনাদের চি খ্য চুন ই’র আরও দুটি গান শোনাব। গানের নাম ‘স্ন্যাপ’ ও ‘বস’। (প্রেমা/তৌহিদ)