খেলোয়াড় থেকে নন্দিত এক রবীন্দ্রসংগীত শিল্পী
2022-01-14 19:44:47

ছবি: ফাহিম হোসেন চৌধুরী

ছিলেন জাতীয় পর্যায়ে হকি খেলোয়াড়। খেলেছেন ভিক্টোরিয়া, ওয়ারি আর মোহামেডানের হয়ে। কিন্তু তার পরবর্তী পরিচিতি খেলোয়াড় হিসেবে নয়, দেশনন্দিত রবীন্দ্রসংগীত শিল্পী হিসেবে। তিনি ফাহিম হোসেন চৌধুরী।

দীর্ঘ ৫ দশকের বেশি সময় ধরে তিনি নিমগ্ন রয়েছেন রবীন্দ্রসংগীত সাধানায়। তার মাধুর্যমন্ডিত কণ্ঠ আর সহজ-সাবলীল গায়নশৈলী দীর্ঘ সময় মুগ্ধ করে রেখেছে রবীন্দ্রসংগীত প্রেমিদের।

ছবি: চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টুডিওতে শিল্পী ফাহিম হোসেন চৌধুরী

লাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন ফাহিম চৌধুরী। এ সংগঠনের মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তাঁর সংগীতভাবনাকে। রবীন্দ্রসংগী চর্চায় জীবনব্যাপী অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বাংলা একাডেমির সম্মানজনক রবীন্দ্র পদক।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বললেন তার সংগীত ভাবনা ও সংগীতজীবনের গল্প। বাংলাদেশে রবীন্দ্রসংগীত চর্চার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট তিন। প্রতিভাবান নবীন শিল্পীরা খুব ভালো গাইছে বলেও মনে করেন ফাহিম হোসেন চৌধুরী।

 

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

ছবি: নাজমুল হক রাইয়ান ও হোসনে মোবারক সৌরভ

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।