‘ওমিক্রন মোকাবিলায় প্রয়োজন টিকা গ্রহণ’
2022-01-14 19:51:21

করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রন মোকাবিলায় কোভিড-১৯ টিকা গ্রহণ এখনও সবচেয়ে কার্যকর উপায় বলে মন্তব্য করেছেন একজন চীনা ঐতিহ্যবাহী চিকিৎসা (টিসিএম) বিশেষজ্ঞ।

বার্তা সংস্থা সিনহুয়াকে সম্প্রতি দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে চাং বো লি বলেন, ওমিক্রনকে কেবল ফ্লু হিসাবে বিবেচনা করা ঠিক না। কারণ ওমিক্রনের উপসর্গগুলো হালকা হলেও এটি মধ্যবয়সী ও বয়স্ক ব্যক্তিদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।

চাং চীনের প্রকৌশল একাডেমির একজন শিক্ষাবিদ, যিনি করোনা মহামারী প্রতিরোধে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় সম্মানসূচক ‘দ্য পিপলস হিরো’ বা ‘জননায়ক’ খেতাব পেয়েছেন।

তার মতে, ওমিক্রন দ্রুত বিস্তারে এবং লক্ষণ গোপন রাখতে সক্ষম, যে কারণে ওমিক্রনে আক্রান্ত অনেক রোগীর কোনও উপসর্গ থাকে না, যার ফলে তারা দ্রুত চিকিৎসকের কাছে যান না।

ওমিক্রন নিয়ে বিশ্লেষণের উপর ভিত্তি করে, চাং এই বিশ্বাসে পৌঁছেছেন যে, হার্ড ইমিউনিটির জন্য অপেক্ষায় থাকা মানবজীবন ও স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে একটি কাণ্ডজ্ঞানহীন দৃষ্টিভঙ্গী। তিনি বলেন, "চীন দুই বছর ধরে 'গতিশীল জিরো-কেস পলিসি' মেনে চলেছে এবং এটি সফল প্রমাণিত হয়েছে। আমাদের অবশ্যই জনগণের জীবনকে প্রথমে স্থান দিতে হবে।"

এই টিসিএম বিশেষজ্ঞ বলেন, রাজনৈতিক বিবেচনার পরিবর্তে জনগণের জীবনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে চীন সমাজের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে এবং একই সাথে অর্থনৈতিক উন্নয়নকে ধরে রাখতে "গতিশীল জিরো-কেস নীতি" বাস্তবায়ন করেছে।

ওমিক্রনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য চাং টিকা গ্রহণের পাশাপাশি মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া, যেখানে সম্ভব সমাবেশ এড়িয়ে চলা এবং শারীরিক ভারসাম্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন।

বিদেশি তথ্য বিশ্লেষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "গুরুতর ওমিক্রনের লক্ষণ এবং মৃত্যু প্রতিরোধে এখনও কার্যকর টিকা।"

করোনাভাইরাসের বিরুদ্ধে চীনের লড়াইয়ে সফলতার সবচেয়ে বড় কারণগুলোর একটি টিসিএম ও পশ্চিমা ওষুধের সম্মিলিত ব্যবহার। চাং বলেন, "ওমিক্রনের নতুন বৈশিষ্ট্য অনুসারে, আমরা নতুন টিসিএম প্রেসক্রিপশনও তৈরি করেছি, যা বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা করা হচ্ছে।"

ওমিক্রন বেশি সংক্রামক তবে বেশি প্রাণঘাতি নয়। ভাইরাসের এ দুটি বৈশিষ্টের কারণে চাং এই বিশ্বাসে পৌঁছেছেন যে, মহামারী এখন এক নতুন বাঁকে এসে দাঁড়িয়েছে। তিনি মনে করেন, বসন্তের মধ্যে বিশ্ব এ মহামারীতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন দেখতে পাবে এবং সবাইকে টিকা দেওয়ার পর সামগ্রিক পরিস্থিতি অনেক ভালো হবে। -  রহমান