চীনের আমদানি-রফতানি ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে
2022-01-14 19:53:09

জানুয়ারি ১৪: ২০২১ সালে চীনের আমদানি-রফতানি ৬ ট্রিলিয়ন মার্কিন ডলার (৬০০,০০০ কোটি ডলার) ছাড়িয়ে নতুন রেকর্ড সৃষ্টি করেছে। চীনের শুল্ক প্রশাসনের আজ (শুক্রবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

রিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রথম ৪ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছিল। এবার  ২০২১ সালে এসে তা দাঁড়িয়েছে ৬.০৫ ট্রিলিয়ন মার্কিন ডলারে।

আর চীনা মুদ্রার হিসাবে ২০২১ সালে চীনের আমদানি-রফতানি ছিল ৩৯.১ ট্রিলিয়ন ইউয়ানের, যা ২০২০ সালের তুলনায় ২১.৪ শতাংশ বেশি। এর মধ্যে রফতানি ২১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ২১.৭৩ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানি ২১.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৭.৩৭ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়ায়।

এদিকে, ২০২১ সালে চীনের প্রথম পাঁচটি শীর্ষ বাণিজ্যিক অংশীদার ছিল যথাক্রমে আসিয়ান, ইইউ, যুক্তরাষ্ট্র, জাপান, ও দক্ষিণ কোরিয়া। (ইয়াং/আলিম/ছাই)