‘চায়না ইনিশিয়েটিভ’ চীনকে দমনের মার্কিন হাতিয়ার: বেইজিং
2022-01-14 19:57:39

জানুয়ারি ১৪: তথাকথিত ‘চায়না ইনিশিয়েটিভ’ হলো চীনকে দমনের মার্কিন হাতিয়ার। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (শুক্রবার) বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ অভিযোগ করেন। মুখপাত্র বলেন, এ ইনিশিয়েটিভ শুধু চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ক্ষতিকর নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বর্ণবাদকেও এটি আরও উস্কে দেবে।

উল্লেখ্য, চায়নিজ আমেরিকান ফেডারেশন চলতি সপ্তাহে ‘চায়না ইনিশিয়েটিভ’ বন্ধ করার দাবি জানায়। ইয়েল বিশ্ববিদ্যালয়ের ১৯২ জন অধ্যাপকও একই সময়ে মার্কিন আইনমন্ত্রী বরাবর লেখা এক লিখিত চিঠিতে, এ ইনিশিয়েটিভে আইনগত ত্রুটি আছে উল্লেখ করে, তা বন্ধ করার দাবি জানান। (ইয়াং/আলিম/ছাই)