ডক্টর মোঃ আল আমিনের সাক্ষাত্কার
2022-01-14 16:58:52

 

আজকের ‘ঊর্মির বৈঠকখানা’ আসরে আমার সাথে যোগ দিচ্ছেন ডঃ মোঃ আল আমিন। বর্তমানে তিনি চীনের কোয়াংতুং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত সাউদার্ন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (SUSTech) জীববিজ্ঞান বিষয়ে পোস্টডক্টরাল ফেলো হিসেবে কর্মরত আছেন। ডক্টর আল আমিন চীনা সরকারের ফুল স্কলারশিপ নিয়ে পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন চীনের চেচিয়াং ইউনিভার্সিটি থেকে ২০১৮ সালে। পিএইচ.ডি.-তে উনার গবেষণার বিষয় ছিল “আণবিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের ধানের সাথে সম্পর্কযুক্ত জিন সনাক্তকরণ এবং ক্রিয়াশীল বিশ্লেষণ”। পরবর্তীতে, তিনি ইনস্টিটিউট অফ বায়োইনফরমেটিক্স অ্যান্ড ইনস্টিটিউট অফ ক্রপ সায়েন্সে পোস্টডক্টরাল প্রশিক্ষণ সম্পন্ন করেন। তিনি ইন্টারন্যাশনাল পোস্টডক্টরাল এক্সচেঞ্জ ফেলোশিপ প্রোগ্রাম ২০১৮ অর্জন করেন। তার অনেকগুলো গবেষণাপত্র বিভিন্ন আন্তর্জাতিক জার্নাল ও কনফারেন্স প্রসিডিংস এ প্রকাশিত হয়েছে  তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে ।