২০২১ সালে চীনে ব্যবহৃত বিদেশি পুঁজির পরিমাণ ছিল ১.১৫ ট্রিলিয়ন ইউয়ান
2022-01-14 19:54:36

জানুয়ারি ১৪: ২০২১ সালে চীনে ব্যবহৃত বিদেশি পুঁজির মোট পরিমাণ আগের বছরের তুলনায় ১৪.৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ লাখ ৪৯ হাজার ৩৬ কোটি ইউয়ানে দাঁড়ায়, যা একটি নতুন রেকর্ড। এর মধ্যে হাইটেক শিল্পে ব্যবহৃত বিদেশি পুঁজি ১৭.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বাণিজ্যিক ও অর্থনৈতিক সহযোগিতা ইনস্টিটিউটের উপ-পরিচালক ছুই ওয়েই চিয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ পরিসংখ্যান তুলে ধরে আরও বলেন, হাইটেক শিল্প খাতে বিদেশি পুঁজি আরও বাড়বে। তা ছাড়া, চীনে ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগসংশ্লিষ্ট দেশ ও আসিয়ানভুক্ত দেশগুলোর বিনিয়োগ যথাক্রমে ২৯.৪ ও ২৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলেও তিনি জানান। (ইয়াং/আলিম/ছাই)