চীনের রেডিও টেলিস্কোপ- ‘ফাস্ট’ মহাকাশ অনুসন্ধান করেছে
2022-01-14 16:16:01

চায়না একাডেমি অফ সায়েন্সেসের জাতীয় মহাকাশ পর্যবেক্ষণ-কেন্দ্র সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে জানায়, চীনের বৃহত্তম রেডিও টেলিস্কোপ- ‘ফাস্ট’ উচ্চ মানের অনুসন্ধান কাজ শুরু করেছে। গত বছর থেকে বিশ্বের বৃহত্তম এই রেডিও স্যাটেলাইট তার কার্যক্রম শুরু করে। গত ৫ জানুয়ারি চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে, কর্তৃপক্ষ ফাস্ট-এর (FAST) সর্বশেষ বড় অর্জনগুলি তুলে ধরেন। ফাস্ট আন্তঃনাক্ষত্রিক চৌম্বক ক্ষেত্রে হাইড্রোজেনের বর্ণালী পরিমাপ করা, দ্রুত গতির রেডিও বিস্ফোরণ এবং পালসার অনুসন্ধানের মতো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করছে এবং এক্ষেত্রে বিশ্বের ১৪টি দেশের বিভিন্ন সংস্থার সঙ্গে সহযোগিতা করছে। ফাস্ট টেলিস্কোপের এসব অর্জন গভীর রহস্যময় ও অজানা মহাবিশ্বের রহস্য উন্মোচনে বিজ্ঞানী ও অনুসন্ধিত্সু মনের চাহিদা পূরণে কাজ করছে।

চীনের ‘ফাইভ হান্ড্রেড মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ’ বা ফাস্ট বিশ্বের বৃহত্তম রেডিও টেলিস্কোপ। এটি কুইচৌ প্রদেশের পার্বত্য অঞ্চলে নির্মাণ করা হয়েছে। ৩০টি ফুটবল মাঠের সমান বিশ্বের বৃহত্তম একক-ডিশ রেডিও টেলিস্কোপটি আগামী ২০-৩০ বছর যথাযথভাবে কাজ করবে বলে আশা করা হচ্ছে।

জানুয়ারির প্রথম সপ্তাহে ‘ফাস্ট’ অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান প্রকৌশলী ও এক্সিকিউটিভ ডেপুটি ডিরেক্টর জিয়াং পেং বলেন, গত বছরের মার্চ মাস থেকে ফাস্ট আনুষ্ঠানিকভাবে বিশ্বের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করে। সংস্থাটি সারা বিশ্বের জ্যোতির্বিজ্ঞানীদের কাছ থেকে মহাকাশ পর্যবেক্ষণের আবেদন সংগ্রহ করে। বিভিন্ন দেশ থেকে ৭২১৬ ঘন্টার পর্যবেক্ষণ আবেদন পাওয়া যায়। যাচাই বাছাই শেষে ১৪টি দেশের ২৭টি আন্তর্জাতিক প্রকল্প অনুমোদন করা হয় এবং ২০২১ সালের আগস্ট মাস থেকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ কার্যক্রম চালু করে ফাস্ট।

মূলত মহাবিশ্বের পালসার অনুসন্ধানে গুরুত্বপূর্ণ নজরদারি চালায় ফাস্ট। এক্ষেত্রে ফাস্টের উচ্চমানের দক্ষতা দেখা যায়। পালসার হলো, একটি মহাজাগতিক বস্তু, যাকে দ্রুত ঘূর্ণায়মান নিউট্রন তারকা বলে মনে করা হয়। মূলত, কোনও নক্ষত্র বা তারা ধ্বংস হয়ে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে, তাকেই পালসার বলা হয়। এর ভর কয়েক মিলিয়ন টন! পালসারগুলি ১.৪ থেকে ২৩ সেকেন্ডের মধ্যে উচ্চ মাত্রার কম্পন ও বিকিরণ নির্গত করে। পালসার-এর আবিষ্কার আন্তর্জাতিক রেডিও টেলিস্কোপের মহাকাশ পর্যবেক্ষণের প্রধানতম লক্ষ্য।

 

জিয়াং পেং বলেন, ফাস্ট তার কার্যক্রমের পর থেকে পালসার অনুসন্ধানে সবচেয়ে কার্যকরী যন্ত্র হয়ে উঠেছে। ২০২১ সালে ফাস্ট-এর উপর নির্ভর করে, অনেকগুলি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা করা হয়। যার মধ্যে রয়েছে আন্তঃনাক্ষত্রিক চৌম্বক-ক্ষেত্র পরিমাপের কাজ। এর মাধ্যমে প্রাচীন নক্ষত্রের জন্মরহস্য জানার চেষ্টা করা হয়।

সাংবাদিক সম্মেলনে, ফাস্ট অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের প্রধান বিজ্ঞানী লি তি বলেন, চৌম্বক ক্ষেত্র নক্ষত্র, গ্রহ ও জীবন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এ প্রক্রিয়াটি বেশ জটিল। তাই, আন্তঃনাক্ষত্রিক চৌম্বক ক্ষেত্রের শক্তি পরিমাপের কাজ বৈশ্বিক মহাকাশবিজ্ঞানীদের জন্য একটি সাধারণ চ্যালেঞ্জ৷

 

নিউট্রাল হাইড্রোজেন হলো, মহাবিশ্বের সবচেয়ে প্রাচুর্যপূর্ণ উপাদান। এটি মহাবিশ্বের বিভিন্ন স্থানে ব্যাপকভাবে বিদ্যমান এবং বিভিন্ন মাত্রায় পদার্থ বণ্টনের প্রশ্নের জবাব দিতে পারে। ফাস্ট টেলিস্কোপ হলো অজানা ও অদেখা বস্তু শনাক্ত করার একটি শক্তিশালী হাতিয়ার। ফাস্ট টেলিস্কোপের অতুলনীয় সংবেদনশীলতা এবং চমৎকার অপটিক্যাল পাথ ডিজাইনের কাজে সহায়তা করে।

 

গবেষণা দলটি মূল ‘নিউট্রাল হাইড্রোজেন সংকীর্ণ-রেখার স্ব-শোষণ পদ্ধতি’ ব্যবহার করেছে এবং প্রথমবারের মতো "চৌম্বক প্রবাহ সমস্যা" সমাধানে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণমূলক প্রমাণ সরবরাহ করেছে। এরপর গত ৬ জানুয়ারি এ বিষয়ে আন্তর্জাতিক একাডেমিক জার্নাল ‘নেচারে’ আনুষ্ঠানিকভাবে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয়।

ফাস্ট রেডিও বার্স্ট (এফআরবি) হল মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বল রেডিও বিস্ফোরণ যা জ্যোতির্বিদ্যার আগ্রহের বিষয়। চীনা গবেষণা দলটি দ্রুত রেডিও বিস্ফোরণ FRB121102 পর্যবেক্ষণ করতে ফাস্ট টেলিস্কোপ ব্যবহার করেন এবং প্রায় ৫০ দিনে ১৬৫২টি আউটবার্স্টের ঘটনা সনাক্ত করেন। যা আগে প্রকাশিত এফআরবি উদ্ভাবনের মোট সংখ্যা ছাড়িয়ে গেছে।

চায়না একাডেমি অফ সায়েন্সেসের শিক্ষাবিদ এবং ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির গবেষক জনাব উ জিয়াং পিং বলেন, অতি-উচ্চ সংবেদনশীলতার সুস্পষ্ট সুবিধার উপর ভিত্তি করে ফাস্ট মহাকাশ পর্যবেক্ষণের একটি কার্যকরী যন্ত্র হয়ে উঠেছে। মহাবিশ্বে হাইড্রোজেনের উপস্থিতি গবেষণা, পালসার অনুসন্ধান ও পদার্থবিদ্যা গবেষণা, পালসারের সময় পরিমাপ এবং কম-ফ্রিকোয়েন্সির মহাকর্ষীয় তরঙ্গ সনাক্তকরণের ক্ষেত্রে ফাস্ট রেডিও টেলিস্কোপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যা এই মহাবিশ্ব সম্পর্কে মানুষের জানাশোনা অনেক বৃদ্ধি করবে