জানুয়ারি ১৩: চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর গতকাল (বুধবার) প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে চীনের পণ্যদ্রব্যের দাম মোটামুটি স্বাভাবিক ও যুক্তিগত পর্যায়ে ছিল। দেশের ভোক্তা মূল্য সূচক অর্থাত্ সিপিআই আগের বছরের চেয়ে ০.৯ শতাংশ বেড়েছে। দাম নিম্ন পর্যায়ে স্থিতিশীল অবস্থায় রয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর মাসে দেশের ভোক্তা মূল্য সূচক সিপিআই ১.৫ শতাংশ বেড়েছে। বৃদ্ধির হার আগের মাসের চেয়ে ০.৮ শতাংশ কম। এর মধ্যে খাদ্যের দাম বৃদ্ধির হার ১.২ শতাংশ, যা আগের মাসের চেয়ে কিছুটা কমেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের কাউন্সিলর কার্যালয়ের বিশেষ গবেষক ইয়াও জিং ইউয়ান বলেন, ২০২১ সালে চীনের পণ্যদ্রব্যের দাম নিম্ন পর্যায়ে স্থিতিশীল অবস্থায় ছিল, যা বজায় রাখা সহজ ব্যাপার নয়। তিনি বলেন,
এখন গোটা বিশ্ব অর্থনীতিতে উচ্চ মুদ্রাস্ফীতি চলছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে। দেশটির সিপিআই গত ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছে। এ অবস্থায় চীনের সিপিআই বৃদ্ধির হার ডিসেম্বর মাসে কমেছে। গত বছরের শুরুতে, গোটা বছরের জন্য পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে ৩ শতাংশ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ২০২১ সালের শেষ দিকে চীনের সিপিআই বৃদ্ধির হার শুধুমাত্র ০.৯ শতাংশ। বলা যায়, গেল বছর চীনে পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল রাখায় উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছিল।
গত বছর চীনে তাজা সবজির দাম বৃদ্ধির গড়পড়তা হার ৫.৬ শতাংশ। যা আগের বছরের সমান। ইয়াও জিং ইউয়ান বিশ্লেষণ করে বলেন,
গত বছর এক সময় সবজির দাম বৃদ্ধির হার কিছুটা বেশি ছিল। তবে তা ডিসেম্বর মাসে কমাতে শুরু করে। আমরা গত বছরের দাম পরিবর্তন বিশ্লেষণ করে কয়েকটি বিষয় জানতে পারি। প্রথমত, চীনা অর্থনীতির দৃঢ়তা বোঝা যায়। দ্বিতীয়ত, আমরা দেখতে পারি, চীনের সামষ্টিক নিয়ন্ত্রণ সুসংহত হচ্ছে; যা বিভিন্ন জটিল সমস্যা সমাধান করতে পারে।
পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০২১ সালে উত্পাদক মূল্য সূচক বা পিপিআই আগের বছরের চেয়ে ৮.১ শতাংশ বেড়েছে। বর্তমানে স্ট্রিম কয়লা, লৌহ আকরিক এবং ইস্পাতের দাম ২৫ শতাংশ থেকে ৭০ শতাংশ কমেছে। গত ডিসেম্বরে পিপিআই আগের মাসের চেয়ে ১.২ শতাংশ কমেছে। ইয়াও জিং ইউয়ান জানান, তা ২০২২ সালে চীনা অর্থনীতির জন্য স্থিতিশীল ভিত্তি স্থাপন করেছে।
তিনি বলেন, গত বছরের মার্চ মাসে প্রতি টন কয়লার দাম ছিল ৫ শতাধিক ইউয়ান। তবে অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ২.৫ হাজার ইউয়ান। এখন তা আবার কমে দাঁড়িয়েছে ১ হাজার ইউয়ান। এর মধ্যে ইস্পাত, সিমেন্ট ও অলৌহ ধাতুর দামও কমছে। তা চীনের সামষ্টিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ ফলাফল। যা চীনের সামষ্টিক অর্থনীতির সুষ্ঠু উন্নয়ন, উত্পাদন প্রতিষ্ঠান, বিশেষ করে মাঝারি ও ক্ষুদ্র আকারের প্রতিষ্ঠান উন্নয়নে ভালো সুযোগ সৃষ্টি করেছে।
ইয়াও জিং ইউয়ান মনে করেন, যদিও ২০২২ সালে চীনের মুদ্রাস্ফীতি চাপের মুখোমুখি হলেও পণ্যদ্রব্যের দাম নিম্ন পর্যায়ে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। যা চীনের সামষ্টিক আর্থিক নীতি বাস্তবায়নের জন্য ভালো ভিত্তি স্থাপন করতে পারে।
ইয়াও বলেন, সিপিআই এবং পিপিআই-এর প্রবণতা ২০২২ সালে দেশের সামষ্টিক অর্থনীতি- যেমন মুদ্রানীতি এবং আর্থিক-নীতির জন্য শক্তিশালী ভিত্তি স্থাপন করতে পারে। তাই ২০২২ সালে সামষ্টিক অর্থনীতিতে একটি যুক্তিযুক্ত অবস্থায় বজায় রাখা এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুফল অর্জন করা সম্ভব হবে।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)