সিনচিয়াংয়ে নতুন জ্বালানিচালিত গাড়ির বাজার ও সংশ্লিষ্ট নীতি প্রসঙ্গে
2022-01-13 19:13:29

জানুয়ারি ১২: সম্প্রতি বিশ্বখ্যাত আন্তর্জাতিক গাড়ি নির্মাতা কোম্পানি টেসলা চীনের সিনচিয়াংয়ের উরুমচিতে ‘টেসলা সেন্টার’ খোলার ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে টেসলার জনৈক কর্মকর্তা বলেছেন, সিনচিয়াংয়ে বিশাল নতুন জ্বালানিচালিত গাড়ির বাজার আছে; আছে উন্নত শিল্পনীতি। টেসলা এ কারণেই এখানে সেন্টার খুলতে আগ্রহী হয়েছে।

উরুমচি টেসলা সেন্টার সিনচিয়াংয়ের বৃহত্তম অটো সিটিতে অবস্থিত। সেন্টারটির মোট আয়ত ১৬২০ বর্গমিটার। এ সেন্টারে ক্রেতাদের প্রাক-বিক্রয় পরামর্শ, অ্যাপয়েন্টমেন্ট টেস্ট ড্রাইভ, নতুন গাড়ি পরিদর্শন, বীমা পরামর্শ, অস্থায়ী লাইসেন্স, ইত্যাদি  ক্ষেত্রে সেবা দিয়ে থাকে। উরুমচির টেসলা কেন্দ্র হচ্ছে সিনচিয়াং ও আশেপাশের এলাকার ভোক্তাদের জন্য এমন প্রথম সেন্টার। এটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে টেসলার ১১তম সেন্টার। বর্তমানে চীনের মূল ভূভাগের ৬০টি শহরে টেসলার ২১১টি সেন্টার রয়েছে।

উরুমুচির টেসলা সেন্টারে প্রদর্শিত তিন ধরনের নতুন জ্বালানিচালিত গাড়ি সংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এদের মূল বৈশিষ্ট্য হচ্ছে: জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ ও ব্যয় কমানো। উরুমচি শহরের অধিবাসী রেপুকাইটিজিয়াং বলেন,

 

“আমি নিজেই একটি গ্যাসট্রাক চালাই। আমাকে প্রতিদিন ৭০ থেকে ৮০ কিলোমিটার ট্রাক চালাতে হয়। এক মাসে গ্যাসের বিল ২০০০ ইউয়ানের কাছাকাছি হয়। বন্ধুকে চালাতে দেখার পর বুঝেছি, নতুন জ্বালানিচালিত গাড়ির খরচ খুবই কম। ৩০০০ কিলোমিটার পথে অতিক্রম করতে মাত্র ১০০ ইউয়ানের বিদ্যুত্ খরচ হয়। এটা আমাকে আগ্রহী করে তুলেছে।”

‘সবুজ ভ্রমণ’ এবং ‘জ্বালানি সাশ্রয় ও কম কার্বন নিঃসরণ’-এর মাধ্যমে পরিবেশ সুরক্ষার ধারণার বিস্তার ঘটার সঙ্গে পাল্লা দিয়ে সিনচিয়াংয়ে নতুন জ্বালানিচালিত গাড়ির সংখ্যা ক্রমশ বেড়েছে। এ পর্যন্ত, সিনচিয়াংয়ে নতুন জ্বালানিচালিত গাড়ির সংখ্যা ৫০ হাজার। ২০২১ সালের প্রথম ৭ মাসে উরুমচিতে নতুন জ্বালানিচালিত গাড়ি বিক্রয় হয় আগের বছরের  একই সময়ের তুলনায় ২৯৮.২৯ শতাংশ বেশি। চীনে টেসলার পশ্চিমাঞ্চলের ব্যবস্থাপক হু সিয়াও লিয়াং বলেন, সিনচিয়াংয়ে নতুন জ্বালানিচালিত গাড়ির বাজারের সুপ্তশক্তি বিশাল। এই সম্পর্কে তিনি বলেন


“সিনচিয়াং বিস্তীর্ণ ও জনবহুল এলাকা। আমরা এখানে উন্নত পরিষেবা দিতে ও নতুন জ্বালানিচালিত গাড়ির চাহিদা মেটাতে একটি পরিষেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছি।”

 

সাম্প্রতিক বছরগুলোতে, সিনচিয়াং নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্পের বিকাশের ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে, সক্রিয়ভাবে নতুন জ্বালানিচালিত যানবাহন শিল্পে নেতৃস্থানীয় উদ্যোগের প্রবর্তন করেছে, নতুন জ্বালানিচালিত যানবাহন সমর্থনকারী শিল্পের বিকাশকে সমর্থন করেছে, গবেষণা ও উন্নয়নকে উত্সাহিত করেছে।

চীনে টেসলার পশ্চিম অঞ্চলের পরিষেবা ব্যবস্থাপক হু সিয়াও লিয়াং বলেন, সিনচিয়াংয়ের ভাল নতুন জ্বালানিচালিত গাড়িশিল্পের নীতির কারণে টেসলা উত্তর-পশ্চিম অঞ্চলে আরও ভাল সাফল্য অর্জন করবে। এই সম্পর্কে তিনি বলেন


“উরুমচির টেসলা সেন্টারটি আমাদের স্থানীয় গ্রাহকদের জন্য আরও সুবিধাজনক ওয়ান-স্টপ পরিষেবা দিয়ে থাকে। সিনচিয়াংয়ের পরিষেবা নেটওয়ার্ক বিকাশের জন্য টেসলা গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে।”

সিনচিয়াংয়ে চার্জিং নেটওয়ার্ক এবং পরিষেবা নেটওয়ার্কের উন্নতি অব্যাহত আছে। টেসলার নিজস্ব ব্র্যান্ডের চার্জিং স্টেশানও থাকবে। (ওয়াং হাইমান/আলিম/ছাই)