ফান সিয়াও স্যুয়ান
2022-01-12 16:29:44

ফান সিয়াও স্যুয়ান বা  মাভিস ফান ১৯৭৭ সালের ২৭ ফেব্রুয়ারি চীনের তাইওয়ান প্রদেশের তাইপেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি তাইওয়ানের পপসঙ্গীত গায়িকা, সঙ্গীত প্রযোজক, গীতিকার এবং চলচ্চিত্র ও টিভি অভিনেত্রী।

 

১৯৮০ সালে যখন তাঁর বয়স ৩ বছর, তখন তিনি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। ১৯৮৪ সালে তিনি প্রাথমিক বিদ্যালয়ের একটি সঙ্গীত ক্লাসে অংশ নেন, এবং ১৯৮৬ সালে তিনি বাঁশি বাজানো শুরু করেন। তারপর যখন তিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন, তখন তিনি আবার সঙ্গীত ক্লাসে যোগ দেন।

 

১৯৯১ সালে তিনি একটি বিজ্ঞাপন পরিবেশন করার মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ১৯৯৫ সালে তিনি তাঁর প্রথম অ্যালবাম ‘বৃষ্টি’ প্রকাশ করেন। ‘গভীর শ্বাস’ অ্যালবামের প্রধান গান।

 

১৯৯৬ সালে ফান সিয়াও  স্যুয়ান কার্টুন অ্যালবাম ‘ছোট্ট জাদুকরী জাদু-এক’ প্রকাশ করেন।  অ্যালবামে অন্তর্ভুক্ত প্রধান গান ‘স্বাস্থ্য গান’ এবং ‘তোমার মিষ্টান্ত’ নামক গান অনেক জনপ্রিয় ছিল। সেজন্য ১৯৯৮ সালে তিনি সিসিটিভি’র বসন্ত উত্সব গালায় ‘স্বাস্থ্য গান’ পরিবেশন করেন। 


১৯৯৮ সালে ফান সিয়াও স্যুয়ান ‘ডার্লিং’ প্রকাশ করে গায়ক-গীতিকার তালিকায় নাম লেখান। ১৯৯৯ সালে তিনি ‘আমি চাই আমরা একসাথে’ নামক অ্যালবাম প্রকাশ করে প্রযোজকের তালিকায় নাম লেখান। অ্যালবামটি দিয়ে তিনি ১১তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা পপ অ্যালবাম পুরস্কার জিতেন।

 

২০০৭ সালে ফান সিয়াও স্যুয়ান ‘এবং ১০০%’ নামক সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। একই বছরের অগাস্টে সঙ্গীতদলটি রক অ্যালবাম ‘ব্রেকথ্রু’ প্রকাশ করে। অ্যালবাম দিয়ে সঙ্গীতদল ১৯তম গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডসে সেরা সঙ্গীতদল পুরস্কারের জন্য মনোনীত হয়। ‘ওই রকম মেয়ে’ রক অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান।


‘চোখের পানি’ গানটি ফান সিয়াও স্যুয়ানের ১৯৯৫ সালের ডিসেম্বরে প্রকাশিত ‘স্বগতোক্তি’ অ্যালবামের একটি গান। ‘স্নোম্যান’ তাঁর ১৯৯৬ সালে প্রকাশিত ‘প্রেম করতে চাই’ নামক অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। গানটি বড়দিন উপলক্ষে প্রকাশিত। সেজন্য গানে ‘মেরি ক্রিস্মার্স’ রিলিক্স শোনা যায়। ‘অক্সিজন’ তাঁর ১৯৯৮ সালে প্রকাশিত ‘ডার্লিং’ নামক অ্যালবামের গান। গানের অক্সিজন ও অক্সিজনহীন দু’টো সংস্করণ আছে। আমার মনে হয়, যদিও তিনটি গান ভিন্ন সময় প্রকাশিত হয়েছে, তবে তাদের স্টাইল একই।  (প্রেমা/এনাম)