জানুয়ারি ১২: গতকাল (মঙ্গলবার) বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিশন প্রথমবারের মতো অনলাইন সাংবাদিক সম্মেলন আয়োজন করে। এতে শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতিমূলক কাজ অবহিত করা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। কোভিড-১৯ মহামারির সম্পর্কে শীতকালীন অলিম্পিক গেমস সাংগঠনিক কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আগে প্রণয়ন করা মহামারি প্রতিরোধ-ব্যবস্থা সুষ্ঠুভাবে কাজ করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিস্তারিত শুনুন আজকের সংবাদ পর্যালোচনায়।
করোনাভাইরাসের নতুন ধরণ ওমিক্রন সংক্রমণ অবস্থার ওপর নিবিড় দৃষ্টি রাখছে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিশন। কমিশনের মহামারি প্রতিরোধ কার্যালয়ের উপ-পরিচালক হুয়াং ছুন বলেন,
বিশ্বে ওমিক্রমনের সংক্রমণ খুব দ্রুত বাড়ছে। চীনে কয়েকটি এলাকায় সংক্রমণ দেখা গেছে। এর আগে মহামারি প্রতিরোধের যে ব্যবস্থা প্রণয়ন করা হয়েছিল, ৪ জানুয়ারি থেকে ছোট আকারের পরীক্ষামূলক ব্যবস্থা কার্যকর করার পর থেকে দেখা যায়, তা সুষ্ঠুভাবে কাজ করছে। চিকিত্সা দল, মহামারি প্রতিরোধ দল এবং বিশেষজ্ঞ সবসময় এই ভাইরাস সংক্রমণের ওপর দৃষ্টি রাখছে এবং টেকসই অবস্থা যাচাই করছে।
শীতকালীন অলিম্পিক গেমসের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য কঠোরভাবে ক্লোস্ড-লুপ পরিচালনা ব্যবস্থা চালু করা হবে। হুয়াং ছুন জানান, ক্লোস্ড-লুপে বড় আকারের মহামারি দেখা গেলে বর্তমানে মহামারি প্রতিরোধ-ব্যবস্থা এবং প্রতিযোগিতার সময়সূচীর পরিবর্তন করা হবে। তবে, চীন এমন অবস্থা এড়ানোর সর্বাত্মক চেষ্টা করবে।
৪ জানুয়ারি থেকে, শীতকালীন অলিম্পিক গেমসের কিছু যন্ত্রকে প্রতিযোগিতা আগের ক্লোস্ড-লুপ পরিচালনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেইজিং প্রতিযোগিতা এলাকার প্রধান মিডিয়া সেন্টার এবং চাং চিয়া খৌ প্রতিযোগিতা এলাকার পাহাড়ি মিডিয়া সেন্টার। শীতকালীন অলিম্পিক গেমসের তথ্য মাধ্যমের পরিচালনা বিভাগের প্রধান সুই জি ছেং ক্লোস্ড-লুপে অনলাইন সাক্ষাত্কার দেওয়ার সময় জানান, বর্তমানে অন্তত ৯টি তথ্যমাধ্যম প্রধান মিডিয়া সেন্টারে এসেছে। ১৫০০জন সাংবাদিক এবং রাইটস হোল্ডিং ব্রোডকাস্টার বেইজিং পৌঁছেছে। তাদের প্রধান কাজ হল প্রযুক্তিগত প্রস্তুতি নেওয়া।
সুই জি ছেং বলেন, এসব তথ্যমাধ্যম ও ব্রডকাস্টার বিভিন্ন স্টেডিয়ামে সুষ্ঠুভাবে প্রস্তুতিমূলক প্রযুক্তির কাজ করতে পারে। প্রধান মিডিয়া সেন্টারের পরিচালনাও সুষ্ঠু রয়েছে। বিশেষ করে শাটল বাস এবং খাওয়া-দাওয়া, এই তিন চার দিন কাজের পর স্বাভাবিক হয়েছে। তথ্যমাধ্যম বেইজিং পৌঁছার পর আরো বেশি তথ্য জানতে পেরেছে। পরীক্ষামূলক পরিচালনার পর আশা করা হচ্ছে যে, তৃতীয় সপ্তাহের পর অবস্থা আরও সুষ্ঠু হবে।
সুই জি ছেং বলেন, তথ্যমাধ্যম হল শীতকালীন অলিম্পিক গেমসের বৃহত্তম ক্লায়েন্ট। বর্তমানে নিবন্ধিত এবং বিমান টিকিট কেনা সাংবাদিকের সংখ্যা প্রায় ১০ হাজার। সাংগঠনিক কমিশন আয়োজক শহরের চুক্তি অনুযায়ী তথ্যমাধ্যমে সবচেয়ে পেশাদারী সেবা দেবে।
ক্লোস্ড-লুপ অবস্থায় যানবাহন ব্যবস্থার পরিচালনা হল এই পরিচালনা-ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। অলিম্পিক গেমস সম্পর্কিত গাড়ির সড়ক দুর্ঘটনা মোকাবিলার ব্যবস্থাও নেওয়া হয়েছে। শীতকালীন অলিম্পিক গেমস সাংগঠনিক কমিশনের যানবাহন বিভাগের কর্মকর্তা ওয়াং চিয়াং জানান, শীতকালীন অলিম্পিক গেমসের গাড়ির সঙ্গে স্পর্শ না লাগার পূর্বশর্ত হিসেবে উদ্ধার এবং আহতদের চিকিৎসা করা যাবে।
সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিত্সা সম্পর্কে হুয়াং ছুন জানান, বেইজিংয়ের জরুরি চিকিৎসা-ব্যবস্থা অর্থাত্, ‘১২০ ব্যবস্থায়’ শীতকালীন অলিম্পিক গেমসের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। স্টেডিয়ামের কাছাকাছি, বেইজিং ও চাং চিয়া খৌ প্রতিযোগিতা এলাকায় কিছু সংখ্যক এ্যাম্বুলেন্স মোতায়েন করা আছে, যাতে আহতদের সময়মত চিকিত্সা দেওয়া যায়।
হুয়াং ছুন জানান, যদি প্রাণের ঝুঁকি তৈরি হয়, যেমন হৃদস্পন্দন হঠাত্ বন্ধ হয়ে যাওয়া—সেক্ষেত্রে ঘটনাস্থলে যারা জরুরি চিকিত্সা দিতে পারেন, তারা চিকিত্সা দেবেন। সেই সঙ্গে এ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করতে হবে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সংশ্লিষ্ট ঘটনা ঘটলে জনসাধারণ কাছাকাছি যাওয়া যাবে না, দূরত্ব বজায় রাখতে হবে, যা সবার জন্য কল্যাণকর।
(শুয়েই/তৌহিদ/জিনিয়া)