‘তোমার সঙ্গে আনন্দ’
2022-01-12 16:14:14

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং রো লিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

ওয়াং রো লিন, ১৯৮৮ সালের পয়লা অগাস্ট চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের পপ সংগীত মহলের একজন নারী কণ্ঠশিল্পী, গীতিকার ও সুরকার।

 

২০০৮ সালের জানুয়ারি মাসে ওয়াং রো লিনের প্রথম অ্যালবাম ‘স্টার্ট ফ্রম হিয়ার’ প্রকাশিত হয়। একই বছর তিনি ৩১তম ‘টপ টেন চায়নিস সংস অ্যাওয়ার্ডসের’ শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার পান। ২০০৯ সালে তাঁর অ্যালবাম ‘জোয়াননা অ্যান্ড ওয়াং রো লিন’ বাজারে আসে।

 

বন্ধুরা, এখন শুনুন ওয়াং রো লিনের গান ‘তোমার সঙ্গে আনন্দ’। গানের কথায় বলা হয়, আমি কোনোমতে ঘুমাতে চাই না। আকাশ অনেক উজ্জ্বল, রাত অনেক কালো। যখন আমি গভীর শ্বাস নেই, তখন মনে ভরে থাকে তোমার মিষ্টি সুবাস। তোমার সঙ্গে বৃষ্টিতে হাঁটতে চাই, তোমার হাত ধরতে চাই। তোমাকে ভালোবাসার কথা বলার সাহস নেই। আমি তোমার সঙ্গে থাকতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন ওয়াং রো লিনের গান ‘তিন জনের ডিনার’। গানের কথাগুলো এমন: জানালা থেকে দৃষ্টি সরাই। কেউ দুঃখিত বলে না, কেউ কাঁদেও না। ভবিষ্যতে কীভাবে অতীতকে উপেক্ষা করব? আমার ভালোবাসা কেন পরিবর্তন হয়। তিন জনের ডিনারে, কেউ কথা বলে না। জানালার বাইরে সুন্দর তারা, কেউ রোম্যান্টিক বোধ করে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং রো লিনের গান ‘জীবনের অপেক্ষা’। গানের কথায় বলা হয়, তোমার অপেক্ষা করি, তোমার কাছে আসার অপেক্ষা করি, আমার সঙ্গে এই লম্বা রাত কাটানোর জন্য অপেক্ষা করি। প্লিজ, আমাকে একা রাখবে না। তোমার ডাকের অপেক্ষা করি, তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। তুমি জানো, এই জীবনে আমি শুধু তোমার জন্য পাগল। অন্যের কথা আমি একদম কেয়ার করি না। তুমি জানো, এই জীবনে আমি শুধু তোমার অপেক্ষা করি, তোমার প্রতি আমার ভালোবাসা অনেক বেশি, তোমার অপেক্ষা করি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ওয়াং রো লিনের গান ‘ঘনিষ্ঠ প্রেমিকা’। গানের কথাগুলো এমন: আজ রাতে বাতাস বয়ে যায়, তোমার কথায় অনেক স্নেহ আছে। তোমার সঙ্গে জীবন অনেক আরামদায়ক; সবসময় তোমার কথা মনে পড়ে। ভালোবাসার পথে তোমার সঙ্গে থাকলে অনেক খুশি। ঘনিষ্ঠ প্রেমিকা, তোমাকে ধন্যবাদ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ওয়াং রো লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)