‘দশ বছর পর নিজের জন্য গান’
2022-01-11 14:44:11

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

লি ছি, ১৯৯০ সালের ৯ জানুয়ারি চীনের চিয়াং সু প্রদেশের সুই চৌ শহরে জন্মগ্রহণ করেন। ২০১২ সালে চীনের চিয়াংসু নর্মাল ইউনিভার্সিটির মিউজিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। লি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী।

 

২০১৩ সালে লি ছি ‘ভয়েস অব চায়না’ নামে সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের চ্যাম্পিয়ন হন। একই বছরের নভেম্বর মাসে তিনি বসন্ত উত্সব গালার মঞ্চে গান পরিবেশন করেন। ২০১৫ সালের মে মাসে লি ছি দেশে ভ্রাম্যমাণ কনসার্ট আয়োজন করেন।

 

বন্ধুরা, এখন শুনুন লি ছি’র গান ‘দশ বছর পর নিজের জন্য গান’। গানের কথায় বলা হয়, অভ্যস্ত হয়েছি, একাই বৃষ্টিতে ভিজতে পারি। অভ্যস্ত হয়েছি, অন্যের যত্ন নেই। অশ্রু, মনে লুকিয়ে রাখি, অন্যের ঠাণ্ডা কথা, শুনে অভ্যস্ত হয়েছি। দশ বছর পর নিজের জন্য গান গাই। ধন্যবাদ তোমাকে, সবসময় আমাকে সাহস দাও।

আচ্ছা, শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লি ছি’র গান ‘আগামী জীবন’। গানের কথাগুলো এমন: দু’টি মাছ, গভীর হ্রদে আটকে রয়েছে। এত কাছাকাছি থাকলেও পরস্পর যত্ন নেই না। অতীতের কথা ধোঁয়ার মত নয়, হঠাত্ করে পুরো দুনিয়া তোমার জন্য অন্ধ হয়ে যায়। যদি আগামী জীবন থাকে, আমি তোমার একটি কথার জন্য অপেক্ষা করবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন লি ছি’র গান ‘যৌবন’। গানের কথায় বলা হয়, মুহূর্তে স্বপ্ন ভেঙে যায়। সুন্দর যৌবন শেষ হয়ে যাচ্ছে। আনন্দের হাসি সূর্যালোকে পূর্ণ খেলার মাঠে বন্ধ হয়ে যায়। বৃষ্টির পর বিশ্ববিদ্যালয়ের গাছের মাঝে, প্রেমিক প্রেমিকার প্রতিশ্রুতি, আর দেখা যায় না। ভবিষ্যত কেমন হবে জানি না। যৌবন, থেকে যাক।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লি ছি’র গান ‘সবচেয়ে দীর্ঘ যাত্রা’। গানের কথাগুলো এমন: বাতাস তাকে নিয়ে সবচেয়ে দীর্ঘ যাত্রা শুরু করেছে। সূর্যের গতি আর থামবে না। জন্মস্থানের কথা মনে আছে? সময়ের কর্ণারে, লোকজন ভালোবেসেছে, ঘৃণাও করেছে। সময়ের সঙ্গে ভেসে থাকে, আর থামবে না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছি’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)