দ্বিতীয় সভ্যতা বিনিময় সংলাপ আয়োজিত
2022-01-11 14:39:42

জানুয়ারি ১১: গতকাল (সোমবার) চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন চীন আন্তর্জাতিক বিনিময় সমিতির উদ্যোগে দ্বিতীয় সভ্যতা বিনিময় সংলাপ আয়োজন করা হয়। দেশ-বিদেশের ২৬০জন প্রতিনিধি অনলাইন ও অফলাইনে মাধ্যমে এতে অংশ নিয়েছেন। এতে অনুষ্ঠেয় বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস প্রতিনিধিদের প্রধান আলোচ্যবিষয়ে পরিণত হয়। সবাই এই গেমসের সফল আয়োজন প্রত্যাশা করেন।

 

ক্রীড়া হলো সভ্যতা বিনিময়ের গুরুত্বপূর্ণ পদ্ধতি। পারস্পরিক সমঝোতা, মৈত্রী ও ঐক্য, ন্যায্য প্রতিদ্বন্দ্বিতার অলিম্পিক চেতনা বিশ্বের শান্তি ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখেছে। গত বছরের জুলাই মাসে, আন্তর্জাতিক অলিম্পিক গেমস কমিটি অলিম্পিক নীতিবাক্য ‘ফাস্টার, হায়ার, স্ট্রংগার’-এর সঙ্গে ‘টুগেদার’ শব্দটি যোগ করার সিদ্ধান্ত নেয়।

 

দ্বিতীয় সভ্যতা বিনিময় সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বেইজিং রোয়র ফাইটার্স বাস্কেটবল ক্লাবের কোচ স্টিফোন মার্বুরি ভিডিও বার্তায় বলেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ‘টুগেদার ফর অ্যা শেয়ার্ড ফিউচার’ স্লোগান নির্ধারণ করেছে, যা অলিম্পিকের নতুন নীতিবাক্য এবং অলিম্পিক খেলার মূল্যবোধের সঙ্গে সঙ্গতিপূর্ণ। মার্বুরি বলেন, তিনি নিজেও সাংস্কৃতিক বিনিময়ের লাভবানকারী।

তিনি বলেন, আমি চীনে দশ বছরেরও বেশি  সময় ধরে কাজ করছি ও জীবনযাপন করছি। আমি সহকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা করি, বন্ধু ও বাস্কেটবলপ্রেমীদের সঙ্গে সুন্দর জীবন উপভোগ করি। আমি চীনের সাধারণ লোকজনের সঙ্গে থাকতে পছন্দ করি, চীন-মার্কিন সাংস্কৃতিক বিনিময়ের সুফল উপভোগ করি। আমার মতে, একতা হলো একটি দলের অগ্রগতি ও সফলতার ভিত্তি।

সংলাপের অংশগ্রহণকারী চীনে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত মোহামেদ এলবাদ্রি সাংবাদিককে বলেন, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে চীন বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি নিচ্ছে; এজন্য অনেক চেষ্টা করছে। তিনি বিশ্বাস করেন, চীন নিশ্চয় একটি অতুলনীয় শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করতে পারবে।

 

তিনি বলেন, অলিম্পিক গেমস আয়োজনের উদ্দেশ্য ভুলে যাওয়া যাবে না। তা হল মানুষের মধ্যে, দেশের মধ্যে বিনিময় ও যোগাযোগ বাড়ানো, বিভিন্ন দেশের খেলোয়াড়দের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ সৃষ্টি করা, অলিম্পিক গেমস সম্পর্কিত খেলায় অংশ নেওয়ার মাধ্যমে লোকজনকে আরও ঐক্যবদ্ধ করা। আমরা আশা করি, অলিম্পিক গেমস বিভিন্ন দেশ ও জাতির জনগণকে যৌথভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে পারব।

 

জার্মানির ফ্রেডরিখ এবের্ত তহবিলের বেইজিং কার্যালয়ের শীর্ষপ্রতিনিধি আলেক্সান্ডার কার্লওয়েইট বলেন, তিনি দু’বছর আগে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের প্রস্তুতি কাজ পরিদর্শন করেছিলেন। তিনি বিশ্বাস করেন, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস সফল হবে, সাংস্কৃতিক বিনিময় খাতে সক্রিয় ভূমিকা পালন করবে।

 

তিনি বলেন,  বিভিন্ন দেশের খেলোয়াড় প্রতিযোগিতার জন্য এতে অংশগ্রহণ করেছেন। তবে অলিম্পিকের চেতনা প্রতিযোগিতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। খেলোয়াড়রা শীতকালীন অলিম্পিক গেমসের মাঠে পরস্পরের সঙ্গে বিনিময় ও যোগাযোগ জোরদার করতে পারবেন। প্রতিযোগিতা শেষে নিজ দেশে ফিরে যাওয়ার পর, একদিকে তাদের খেলাধুলার সামর্থ্য বাড়বে, অন্যদিকে, অন্য দেশের সভ্যতা সম্পর্কে উপলব্ধি বৃদ্ধি পাবে। তিনি আশা করেন, মহামারির মধ্যেও এ লক্ষ্য বাস্তবায়ন করা যাবে।

 

চীনের ফিগার স্কেটিং সমিতির চেয়ারম্যান, ফিগার স্কেটিংয়ের অলিম্পিক চ্যাম্পিয়ন শেন সুয়েই বলেন, সাম্প্রতিক বছরগুলোতে তুষার ও বরফের খেলা আরও জনপ্রিয় হয়েছে, চীন নির্ধারিত সময়ের আগে ৩০ কোটি মানুষের তুষার ও বরফের খেলায় অংশগ্রহণের লক্ষ্য বাস্তবায়ন করেছে।

 

তিনি বলেন, চীন সফলভাবে ২০২২ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা পাওয়ার আগে, চীনে এক-তৃতীয়াংশ বরফ ও তুষারের খেলা আয়োজন করা হয় নি। খেলোয়াড় নেই, কোচ নেই, তবে এখন চীনে তুষার ও বরফ সম্পর্কিত সব খেলা শুরু করেছে এবং খেলোয়াড় দল গঠন করা হয়েছে। সাম্প্রতিক বছরের চেষ্টা ও সমাজের বিভিন্ন মহলের সাহায্যে, সবাই চীনের তুষার ও বরফের খেলা উপভোগ করছে এবং তাতে সমর্থন জানচ্ছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)