আজকের ‘ঊর্মির বৈঠকখানা’-য় আমার সাথে যোগ দিচ্ছেন বিজ্ঞানী ড. মোঃ নাজিম উদ্দিন। তিনি বর্তমানে কর্মরত আছেন বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (BCSIR) সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে। তিনি CHINA PHARMACEUTICAL UNIVERSITY (CPU), NANJING, CHINA থেকে পিএইচডি করেছেন Bioinformatics বিষয়ের ওপর। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল Bioinformatics বিষয় প্রয়োগ করে কিভাবে ক্যান্সারসংশ্লিষ্ট জিন শনাক্ত করা যায় এবং এসব জিন কিভাবে রোগ-প্রতিরোধের সাথে জড়িত।
২০১৭ সালে সিএসসি স্কলারশিপ নিয়ে তিনি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৮ সালের জুন মাস থেকে তিনি Bioinformatics নিয়ে CHINA PHARMACEUTICAL UNIVERSITY-তে গুরুত্বপূর্ণ গবেষণার কাজ করে আসছেন। বিশেষ করে পিএইচডির জন্য চীনা অধ্যাপক XIAOSHENG WANG, MD, PhD -এর সাথে অনেক গবেষণামূলক কাজ করেছেন ও বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন।
২০১৯ ও ২০২০ সালে পর পর দুইবার তিনি শ্রেষ্ঠ আন্তর্জাতিক শিক্ষার্থী বৃত্তি (Guabang outstanding scholarship) লাভ করেন। একই সঙ্গে তিনি দেশি-বিদেশি বিভিন্ন ফোরাম ও সংস্থার সঙ্গে জড়িত আছেন। তিনি ২০টিরও বেশি SCI আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেন যার IMAPCT FACTOR-এর যোগফল ১০০-এর কাছাকাছি। তিনি বর্তমানে BCSIR, বাংলাদেশে গবেষণা চালিয়ে যাচ্ছেন।
তিনি চীনকে ভালবাসেন। চীনা ভাষা, অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ে তাঁর গভীর আগ্রহও রয়েছে। তো, চলুন কথা বলি তাঁর সঙ্গে।