সুদেষ্ণা সরকারের চোখে ২০২১ এবং ২০২২
2022-01-08 20:04:36

২০২১ সাল দেখতে দেখতে চলে গেছে। গেল বছরের বিভিন্ন স্মৃতি ও আসন্ন বছরের প্রত্যাশা নিয়ে আজ আমরা কথা বলবো সুদেষ্ণা সরকারের। তাঁর দেশের বাড়ি ভারতের কলকাতায়। তিনি বর্তমানে বেইজিংয়ে সিজিটিএন-এর ইংরেজী বিভাগে কর্মরত আছেন। তিনি প্রায় দশ বছর ধরে চীনে কাজ করছেন। তা ছাড়া, তিনি নেপাল এবং দুবাইয়ের বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। চীনের বিভিন্ন বিষয় অত্যন্ত আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করে থাকেন। চলুন তাহলে, আজকের অনুষ্ঠানে আলাপ করি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)