৫০তম পর্বে আপন আলোয়: বিশেষ অতিথি মফিদুল হক
2022-01-07 16:33:58

ছবি: মফিদুল হক

নতুন বছরের প্রথম অনুষ্ঠানটিতেই ৫০তম পর্বে পদার্পন করছে চীন আন্তর্জাতিক বেতারের সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান আপন আলোয়। এ উপলক্ষে শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা।

৫০তম পর্বে আপন আলোয় আমাদের বিশেষ অতিথি লেখক, গবেষক ও প্রকাশক মফিদুল হক। মহান মুক্তিযুদ্ধের সংগঠক মফিদুল হক মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি। সেন্টার ফর দ্য স্টাডি অব জেনোসাইড অ্যান্ড জাস্টিসের প্রতিষ্ঠাতা পরিচালক এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব জেনোসাইড স্কলার্সের সদস্য তিনি।

দেশের সাংস্কৃতিক আন্দোলনে পুরোধা ব্যক্তিত্ব মফিদুল হক ছায়ানট ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সদস্য। দেশের নামী প্রকাশনা প্রতিষ্ঠান সাহিত্য প্রকাশের পরিচালক তিনি।

মফিদুল হকের গবেষণা ও লেখালেখির জগৎও বিস্তৃত। মনোজগতে উপনিবেশ: তথ্য সাম্রাজ্যবাদের ইতিবৃত্ত ও তৃতীয় দুনিয়া, দেশভাগ সাম্প্রদায়িকতা ও সম্প্রীতি ভাবনা, ধানের সংস্কৃতি, বাংলাদেশ ও ইতিহাসের বিস্তার, বাঙালির বিপ্লব সাধন, নারী মুক্তির পথিকৃৎ, লালনকে কে বাঁচাবে, জেনোসাইড নিছক গণহত্যা নয়, দ্য রোহিঙ্গা জেনোসাইড, ডেটলাইন বাংলাদেশ: নাইনটিন সেভেনটি ওয়ান, বিপ্লব ও ভালোবাসার কবিতা, পাকিস্তানের কারাগারে শেখ মুজিবের বন্দিজীবন প্রভৃতি তাঁর রচিত, অনুদিত ও সম্পাদিত কিছু উল্লেখযোগ্য গ্রন্থ।

সাহিত্যকৃতি ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মফিদুল হক পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও রাষ্ট্রীয় একুশে পদক।

চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেছেন তার লেখক জীবন, প্রকাশনা জগৎ ও মুক্তিযুদ্ধ জাদুঘরের কার্যক্রম নিয়ে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেশের অগ্রগতিতে সন্তুষ্ট মুক্তিযুদ্ধের এই সংগঠক। তবে দেশে অসাম্য এবং সাম্প্রদায়িকতা নিয়ে রয়েছে তাঁর খেদ। এ ক্ষেত্রে সংস্কৃতিকর্মীদের ব্যর্থতা রয়েছে বলে মনে করেন তিনি- নিজেকেও মুক্ত মনে করেন না এ দায় থেকে। তরুণপ্রজন্ম দেশকে সঠিক পথে নিয়ে যাবে বলে বিশ্বাস তাঁর।

 

সাক্ষাৎকার গ্রহণ, গ্রন্থনা ও উপস্থাপনা: মাহমুদ হাশিম।

 

 

অডিও সম্পাদনা: তানজিদ বসুনিয়া।