‘হৃদয়ের দাগ’
2022-01-07 16:47:14

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বু ছাই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

বু ছাই, চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী ও গীতিকার। তাঁর প্রতিনিধিত্বকারী গানের মধ্যে রয়েছে ‘বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া তিমি’ ইত্যাদি।

 

২০১৬ সালে বু ছাই ‘হৃদয়ের দাগ’ নামে চীনের বৈশিষ্ট্যময় সঙ্গীত অনুষ্ঠানে অংশ নেন। ২০১৮ সালে বু ছাই চীনের নেটইস ওয়েবসাইটের আয়োজিত চীনের বৈশিষ্ট্যময় সঙ্গীত পুরস্কার প্রদান’ অনুষ্ঠানে বার্ষিক শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেন।

 

বন্ধুরা, এখন শুনুন বু ছাই-এর কণ্ঠে ‘বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া তিমি’ গানটি। গানের কথাগুলো এমন: আমি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত হওয়া তিমি। মাছ আমার পাশে চলে, পাখি আমার পিঠে বিশ্রাম নেয়। পথে আমি দেখেছি এত সুন্দর দৃশ্য, তবে সমুদ্র অনেক শান্ত, এত গল্প কেউ শোনে না।

আচ্ছা, শুনুন এই গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন বু ছাই-এর গান ‘শুনেছি’। গানের কথায় বলা হয়: সিদ্ধ মদ হৃদয়কে মাতাল করে দেয়, মিষ্টি বাতাসের ঘ্রাণে মন বিশৃঙ্খল হয়ে যায়। এই দীর্ঘ জীবনে কার সঙ্গে হাজির হতে পারবো। শোনো, পাহাড়ের ফুল ফুটেছে, তবে কতজন তা জানে। আকাশের মেঘ চলে ও আসে, তুমি কি আসবে?

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন বু ছাই-এর কণ্ঠে ‘আমাদেরকে ভুলে যাওয়া হয়েছে’। গানের কথাগুলো এমন: আমি বলি, বৃষ্টির বাতাস আমার ভয় লাগে, তুমি বলো, তুমিও। আমরা হাসতে আকাশের দিকে দেখি। আমরা যেন পরস্পরকে ভালোবাসেছি। সেসব স্বপ্ন এত নিখুঁত, একই রকমের স্নেহ মুহূর্ত আছে। আমাদেরকে ভুলে যাওয়া হয়েছে, অনেক দিন ধরে ভুলে যাওয়া হয়েছে। সময় যাত্রার চুরি, কত আনন্দ চলে গেছে।

আচ্ছা, শুনুন গানটি।

 

এবারে শুনুন বু ছাই-এর গান ‘এই বিশ্বের সব কিছু স্বপ্ন’। গানের কথায় বলা হয়: বিশ্বের  সব কিছু স্বপ্ন, জীবনে কত সুখ, কত আনন্দ। রাতে বাতাস আসে, দেখো, দুঃখ তোমার মুখে ভাসে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী বু ছাই’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)