‘আমি বলতে চাই’
2022-01-07 19:35:22

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই মিন ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছাই মিন ইউ, ১৯৮৬ সালের ১২ নভেম্বর চীনের তাইওয়ান প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের একজন পুরুষ কণ্ঠশিল্পী, অভিনেতা ও উপস্থাপক।

 

২০০১ সালে ছাই মিন ইউ গীতিকার হিসেবে সঙ্গীত মহলে যোগ দেন। ২০০৬ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘১৯’ মুক্তি পায়। ২০১৯ সালে তাঁর আরেকটি অ্যালবাম ‘হৃদয় পরিবর্তন’ প্রকাশিত হয়। একই বছর তিনি কনসার্ট আয়োজন করেন।

 

এখন শুনুন ছাই মিন ইউ-এর কণ্ঠে ‘আমি বলতে চাই’ গানটি। গানের কথায় বলা হয়: ভালোবাসা যেন আমার জন্য থেমে ছিল, নিজের দুর্বলতা স্বীকৃতি করছি, তবে ভালোবাসার কথা কীভাবে তোমাকে জানাবো। আমি বলতে চাই, আমি বলতে চাই, তোমাকে ছাড়া আমি কীভাবে সামনে যেতে পারি।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছাই মিন ইউ’র গান ‘আমি পারি’। গানের কথাগুলো এমন: চিঠির ঠিকানা নেই, এমন অনুভূতি দূরে থাকে। তুমি কার গান শুনছো, কেমন অনুভূতি আমাকে বলতে পারো? বৃষ্টি এত শান্ত, তুমি কি গোপনে কাঁদছো? আমি তোমার সঙ্গে থাকতে চাই।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আপনাদের শোনাবো ছাই মিন ইউ-এর গান ‘যে আকাশ তুমি দেখো নি’। গানের কথাগুলো এমন: যেন অনেকক্ষণ ভেসে আছি, সেদিন তুমি আমার হাত ছেড়ে দিয়েছো। যে বন্দরে আমাদের দু’জন আসার কথা, কিন্তু এখন শুনুন আমি একা। তোমার দৃষ্টি দিয়ে এই সমুদ্র দেখি, সুখী ও আনন্দময় পৃথিবীবাসী।

আচ্ছা বন্ধুরা, একসাথে শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছাই মিন ইউ-এর আরেকটি গান, গানের নাম ‘কেমন’। গানের কথাগুলো এমন: আমি শান্ত হয়ে তোমার পাশে বসে আছি, তোমার সৌন্দর্য উপভোগ করি। তোমার সঙ্গে বাসায় যাওয়ার পথে, আমাদের গান বার বার বাজে। তোমার হাসি, তোমার আলিঙ্গন, তোমার স্নেহ, কে তোমার চেয়ে আরো ভালো হতে পারে।

আচ্ছা, শুনুন এই মিষ্টি গান।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই মিন ইউ-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)