জানুয়ারি ৭: আর মাত্র একমাস পর তুরস্কের একজন স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিং খেলোয়াড় তার দেশের পক্ষ থেকে প্রথমবারের মতো বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করবেন। আর এটি সম্ভব হয়েছে একজন চীনা কোচের পরিশ্রম, প্রচেষ্টা ও ভালবাসার বিনিময়ে। আমরা আজ এই গল্প আপনাদের সাথে শেয়ার করব, কেমন?
চীনা এই কোচের নাম হচ্ছে ওয়াং শুয়ে মেই। তিনি জানান, নিজেদের স্বল্প পথের দ্রুত গতির জাতীয় স্ক্যাটিং দল প্রতিষ্ঠার জন্য তুরস্ক একজন উচ্চ মানের কোচকে আমন্ত্রণ জানাতে চায়। এজন্য তুরস্ক চীনের হেই লং চিয়াং প্রদেশের সাথে চুক্তি স্বাক্ষর করে। কোচ ওয়াং শুয়ে মেই তখনকার কথা স্মরণ করে বলেন, তখন খেলোয়াড় বা মাঠ কোনোটিই ছিল না তুরস্কের। তাই একেবারে শূণ্য থেকে শুরু করা হয়।
তিনি বলেন,“যে সব বাচ্চাদের আমি তখন শিখাচ্ছিলাম, তারা সবাই আগে কখনো স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিং খেলেনি। তখন তুরস্কে এই খেলা ছিল না। আমি সেখানে যাওয়ার পর এই খেলার সূত্রপাত করি। তখন সেখানে এই খেলার জন্য প্রয়োজনীয় বরফ ক্ষেত্রও ছিল না ।”
ওয়াং শুয়ে মেই তুরস্কের জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণের পর, এলকোলিচ ছিলেন তাঁর প্রথম খেলোয়াড় দলের অধিনায়ক। তিনি বলেন, তুরস্কের স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিংয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নকে ওয়াং শুয়ে মেই মনের মধ্যে গেথে রেখেছেন। তাকেঁ তিনি কোচ হতেও প্রশিক্ষণ ও সাহায্য করে আসছেন।
তিনি বলেন,“কোচ ওয়াং আমাকে মাঝে মাঝে বলেন, কিছু কাল পর আমি এখান থেকে অবশ্যই চলে যাব, তবে আমি বিশ্বাস করি, আমি চলে যাওয়ার পর, তুমি কোচের দায়িত্ব গ্রহণ করতে পারবে।”
কোচ ওয়াং শুয়ে মেইয়ের নেতৃত্বে, তুরস্ক স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিং জাতীয় দলটি শূণ্য থেকে মাত্র আড়াই বছরের মধ্যে বিশ্ব বিশ্ববিদ্যালয় গেমস স্তরে পা রেখেছে। অবশেষে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে।
তখনকার তুরস্কের স্ক্যাটিং ফেডারেশনের চেয়ারম্যান বলেন, কোচ ওয়াং শুয়ে মেই তুরস্কের স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিংয়ের দীর্ঘমেয়াদী উন্নয়নকে এগিয়ে নিয়েছেন।
তিনি বলেন,“যদি কোচ ওয়াং তুরস্কে আরো কিছু সময় কোচের দায়িত্ব পালন করতেন, তাহলে তুরস্কে এ খেলার মান আরো ভালো হতে পারত।”
তিনি জানান, এবারে তুরস্কের স্বল্প পথের দ্রুত গতির স্ক্যাটিং খেলোয়াড় প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাতে কোচ ওয়াংয়ের অনেক অবদান রয়েছে।
ওয়াং শুয়ে মেই তুরস্কের খেলোয়াড়দের ভাল খেলা দেখে অনেক আনন্দ পান।
তিনি বলেন,“তুরস্কে এই খেলার অব্যাহত সুষ্ঠু উন্নয়ন হচ্ছে, আমি অনেক খুশি। তুরস্কের একজন খেলোয়াড়ের শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ সেদেশে এ খেলার উন্নয়নে ভাল কাজ করবে। আরো বেশি লোক এ খেলা পছন্দ করবে।”
চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ