বেইজিং অলিম্পিকের প্রেস সেন্টারের উদ্বোধন
2022-01-06 16:01:45


জানুয়ারি ৬: বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি গতকাল (বুধবার) ঘোষণা করেছে যে বেইজিং শীতকালীন অলিম্পিক গেমস ও প্যারালিম্পিক গেমসের মূল প্রেস সেন্টারটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। পাশাপাশি, বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির দুজন মুখপাত্রও আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সাথে পরিচিত হয়েছেন। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির ভাইস চেয়ারম্যান হান চি রং আনুষ্ঠানিকভাবে চাও ওয়েই তোং ও ইয়ান চিয়া রং দুইজন মুখপাত্রকে সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। প্রতিযোগিতার সময় তাঁরা প্রেস সেন্টারে সাংবাদিকদেরকে অলিম্পিক গেমস সংশ্লিষ্ট তথ্য জানাবেন। তখন প্রতিদিন বিশ্বের পাচঁ থেকে ছয় হাজার সাংবাদিকদের সেবা প্রদান করবে এই সেন্টার। 


প্রেস সেন্টারে প্রধান তথ্য কেন্দ্র এবং আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্র রয়েছে। অলিম্পিক গেমস আয়োজনের সময় এখানে বিশ্বের তথ্যমাধ্যমের জন্য বিভিন্ন ধরনের সেবা ও প্রযুক্তিগত সমর্থন প্রদান করা হবে। গত মঙ্গলবার সেন্টারটি আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চালুর পর থেকেই তাতে বদ্ধদ্ধার ব্যবস্থাপনা পদ্ধতি প্রয়োগ করা হয়। পরিকল্পনা অনুসারে, এ মাসের শেষ দিকে সেখানে প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করা হবে ।


প্রেস সেন্টারের স্টেডিয়াম-বিষয়ক পরিচালক চাং ওয়েন লেই বলেন, এ স্থাপনাটির আয়তন দুইলাখ ১৬ হাজার বর্গমিটার। এর বদ্ধদ্ধার এলাকার ভেতরে এবং বাইরে দুটো এলাকা রয়েছে। 


তিনি বলেন, “স্থাপনাটির আয়তন দুইলাখ ১৬ হাজার বর্গমিটার। এতে বদ্ধদ্ধার এলাকার ভেতরে এবং বাইরে দুটো এলাকা রয়েছে। সেখানে আলাদাভাবে আমরা নিরাপত্তা চৌকি এবং ডাস্টবিনসহ নানা অস্থায়ী স্থাপনা প্রতিষ্ঠা করেছি । তাতে এ দুটি অংশের মানুষ ও সামগ্রী একেবারে আলাদা থাকবে। বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির যৌথভাবে তৈরি মহামারী প্রতিরোধ পদ্ধতির দ্বিতীয় সংস্করণ অনুসারে আমরা কঠোরভাবে সংশ্লিষ্ট প্রতিরোধ পরিকল্পনা ও ব্যবস্থা তৈরি করেছি।”


প্রতিরোধ নীতি অনুসারে, নিবন্ধিত সাংবাদিকরা অভ্যন্তরীণ এলাকায় থাকবেন। চাং ওয়েন লেই জানান, সাংবাদিকদের জন্য তারা সার্বক্ষণিক বুদ্ধিমান ক্যাটারিং সেবা, বসন্ত উতসব কালে মিনি টেম্পল মেলাসহ নানা সেবা ও সুবিধা প্রদান করবেন। 


বেইজিং শীতকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনের আর মাত্র ৩০ দিনেরও কম সময় বাকি রয়েছে। অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির মুখপাত্র চাও ওয়েই তোং জানান, প্রস্তুতি কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে প্রবেশ করেছে। তিনি জানান, অলিম্পিক মশাল সম্প্রচার ফেব্রুয়ারির ২ থেকে ৪ তারিখ পর্যন্ত আয়োজিত হবে। মোট ১২০০ জন মশাল বাহক এতে অংশগ্রহণ করবেন। উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সম্পর্কে তিনি জানান, উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের রিহার্সালসহ নানা কাজ চলছে। 


চায়না মিডিয়া গ্রুপ(সিএমজি) থেকে আকাশ