ব্যবসাপাতির ৫৫তম পর্বে যা থাকছে:
# পরিবেশ সংরক্ষণে চীনা কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ
# স্যাটেলাইট নগরী উহান
এ সপ্তাহের সাক্ষাৎকার:
“বহু বছর ধরে মানুষ বাইরে যাচ্ছে। তারা শুধু দেশের অর্থনীতিতেই অবদান রাখছে তা নয় বরং, তারা জাগিয়ে রাখছে আমাদেরকে নানা দিক দিয়ে। এই জায়গায় আমাদের অনেক কাজ করার আছে। অভিবাসনকেন্দ্রীক সুশাসন কীভাবে নিশ্চিত করা যায় তা নিয়ে অনেক কাজ করবার আছে। রিক্রুটিং ব্যবস্থাপনা আরো কতো স্বচ্ছ ও জবাবদিহির মধ্যে আনা যায় তা নিয়ে কাজ করতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ই এব্যাপারে উদ্যোগ নিচ্ছেন বা নেবেন বলে আমরা আশা করি। “
- মেরিনা সুলতানা