মহাকাশ স্টেশনে রোবটিক হাত দিয়ে কার্গো স্থানান্তর সফল হয়েছে
2022-01-06 17:19:02

জানুয়ারি ৬: চীনের মহাকাশ প্রকৌশল অফিস জানিয়েছে, বেইজিং সময় আজ (বৃহস্পতিবার) সকাল ৬টা ৫৯ মিনিটে প্রায় ৪৭ মিনিট চেষ্টার পর চীনের মহাকাশ স্টেশনের ‘রোবটিক আর্ম ট্রান্সপজিশন কার্গো’ পরীক্ষা সফল হয়েছে। চীন এই প্রথমবারের মতো মহাকাশ স্টেশনের রোবটিক হাত ব্যবহার করে বড় আকারের প্রদক্ষিণকারী বাহনের ট্রান্সপোজিশন পরীক্ষা সম্পন্ন করলো।

 

বৃহস্পতিবার ভোরে রোবটিক হাত সফলভাবে থিয়েন চৌ-২ কার্গো মহাকাশযান ধারণ করে। সকাল ৬টা ১২ মিনিটে ট্রান্সপোজিশন পরীক্ষা শুরু হয়। থিয়েন চৌ-২ কার্গো মহাকাশযান থিয়ে হ্য-কোর কেবিন থেকে বিচ্ছিন্ন হওয়ার পর রোবটিক হাতের সাহায্যে স্থানান্তর শুরু হয়। তারপর কোর কেবিনের সঙ্গে কার্গো মহাকাশযানের সংযোগ করা হয়।

 

উল্লেখ্য, এই পরীক্ষার মাধ্যমে মহাকাশ স্টেশনে সংশ্লিষ্ট নির্মাণ কাজের অভিজ্ঞতা তৈরি হলো।

(লিলি/তৌহিদ/শুয়ে)