‘এদিন আমি কিছুই করতে চাই না’
2022-01-06 18:06:40

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে ছুন হুয়া-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

সিয়ে ছুন হুয়া, ১৯৯৫ সালের ২৫ জানুয়ারি চীনের চ্যচিয়াং প্রদেশের চিন হুয়া শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল-ভূভাগের একজন নারী লোকসংগীত শিল্পী।

 

২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি সিয়ে ছুন হুয়া-এর স্বরচিত গান ‘এদিন আমি কিছুই করতে চাই না’ প্রকাশিত হয়। এর মাধ্যমে সিয়ে ছুন হুয়া আনুষ্ঠানিকভাবে সংগীতজগতে যোগ দেন। ২০১৬ সালে তাঁর প্রথম অ্যালবাম ‘সময়ের হিসাব’ বাজারে আসে; সে বছর তাঁর ‘সময়ের হিসাব’ শীর্ষক কনসার্টও অনুষ্ঠিত হয়।

 

বন্ধুরা, এখন শুনুন সিয়ে ছুন হুয়া’র গান ‘এত সাধারণ’। গানের কথাগুলো এমন: গ্রীষ্মকালীন রাত, কাগজের ছাতা, সাদা নৌকা, হৃদে তারার আলো। এই তো আমার কল্পনা দৃশ্য এবং আকাঙ্ক্ষা। শীতের পাহাড়, নদীর পাশে জেলে ফিরে আসে, এই তো আমার মিস করা দৃশ্য। বিদায়ের সময় মনে হতাম সব কিছু এত সাধারণ, বৃষ্টির সময় হঠাত্ এসবের মিস করছি গভীরভাবে।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন সিয়ে ছুন হুয়া’র গান ‘আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো’। গানের কথাগুলো এমন: ব্যাগ নিয়ে উঁচু পাহাড় অতিক্রম করি, চোখ বন্ধ করে বসন্ত উপভোগ করি। যদিও আমি তোমাকে দেখি নি, তবে আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো। যদিও আমি অবাধ এবং স্বাধীন জীবন কাটাচ্ছি, তবে আমি নিশ্চয় তোমাকে ভালোবাসবো, কোথায় তোমার সঙ্গে হাজি হবো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এখন যে গান আপনাদের শোনাবো, তার নাম ‘তোমার গল্প শুনতে চাই’। গানের কথায় বলা হয়: আমি তোমার গল্প শুনতে চাই, অনেক মজার গল্প ও সুন্দর স্মৃতি। শান্ত হৃদয়ের পাশে, আমি তোমার নাম জানতে চাই। আমরা কয়েকটি গল্প শেয়ার করেছি, তোমার কাছে হয়তো সাধারণ ছোট ব্যাপার, তবে যে কথা বলেছো, তা ইতিহাসের মতো। আমি তা ধরে রাখতে চাই।

আচ্ছা বন্ধুরা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতা, এবারে শুনুন সিয়ে ছুন হুয়া’র গান অনুর্বর দ্বীপ। গানের কথাগুলো এমন: আমি শুনেছি বৃষ্টি পরার শব্দ, যেন আমার হৃদয়ে পড়ছে। আমি শুনেছি, মধ্যরাতের কণ্ঠ, কোনো পথ তোমার হৃদয়ে পৌঁছানো যায় না। আমি শুনেছি তোমার কণ্ঠ, আমি শুনেছি তোমার জবাব, আমি শুনেছি তোমার কান্না।

 

শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী সিয়ে ছুন হুয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)