সিএমজি বাংলা: চীনে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক শিক্ষার্থীদের পরিবেশ-সচেতনতা ও পরিবেশ সুরক্ষা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে এবং সার্বিকভাবে পরিবেশ সুরক্ষাকাজ উন্নত করতে, চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকনোমিক্সের লেই ফাং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল গত দোসরা জানুয়ারি দিনব্যাপী পরিবেশ সুরক্ষা সচেতনতা কার্যক্রম আয়োজন করে।
নানছাং শহরের মেইলিং পর্বত পর্যটন এলাকায় কার্যক্রমটি পরিচালিত হয়। কার্যক্রমের মূল প্রতিপাদ্য ছিল: "সবার অংশগ্রহণে পরিবেশ রক্ষা এবং সবুজ পৃথিবী গড়া"। বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের সার্বিক সহযোগিতায়, বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের ১৫ জন স্বেচ্ছাসেবক শিক্ষার্থী কার্যক্রমে অংশগ্রহণ করে।
কার্যক্রম চলাকালে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা স্থানীয় জনগণ ও পর্যটকদের মধ্যে পরিবেশ সংরক্ষণসংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করে, পর্যটনকেন্দ্র ও পাহাড় এলাকা থেকে আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করে, এবং স্থানীয়দের পরিবেশ রক্ষার গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। তা ছাড়া, স্বেচ্ছাসেবকরা এসময় পর্যটক ও স্থানীয়দের সঙ্গে আলোচনার মাধ্যমেও পরিবেশ রক্ষাসংশ্লিষ্ট তথ্য অবহিত করে।
উল্লেখ্য, চিয়াংশি ইউনিভার্সিটি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকনোমিক্সের পিএইচডি কোর্সের বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ ছাইয়েদুল ইসলাম অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে লেই ফাং স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গঠন করেন। সংগঠনের স্লোগান হচ্ছে: ফর আ স্মাইল। স্বেচ্ছাসেবক দলটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু, এতিম, ও প্রবীণদের কল্যাণে এবং শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নেও কাজ করে থাকে। (স্বর্ণা/আলিম/ইয়ু)