তুষার ও বরফ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন সি চিন পিং
2022-01-05 10:52:52

ডিসেম্বর ৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে তুষার ও বরফ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেছেন।

 

সে সময় তিনি বেইজিং শীতকালীন অলিম্পিক ও প্রতিবন্ধী শীতকালীন অলিম্পিকের প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি তিনি খেলোয়াড়, কোচ, ব্যবস্থাপক, সেবাকর্মী, গবেষক, সাংবাদিক ও সেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলেন এবং তাদের নববর্ষের শুভেচ্ছা জানান।

 

আসন্ন বেইজিং অলিম্পিকের জন্য চীনের জাতীয় ক্রীড়া ব্যুরো ২০১৮ সালের আগস্ট মাসে ‘ফেব্রুয়ারি-সেভেন লকোমোটিভ শিল্প কারখানাকে তুষার ও বরফ আইটেম প্রশিক্ষণ কেন্দ্রে রূপ দিয়েছে।  এর আয়তন ৭০ হাজার বর্গমিটার। এটি দেশের সর্বাত্মক কার্যকর ও প্রযুক্তিগত প্রশিক্ষণ কেন্দ্র, যা আন্তর্জাতিকভাবে প্রথম সারিতে রয়েছে। (রুবি/এনাম/আকাশ)