নতুন বছরে যেসব ঘটনার ওপর নজর রাখবে ‘পূবের জানালা’
2022-01-05 11:08:37


চীনে প্রতি বছরের ন্যায় এবারও নববর্ষের ছুটি শেষে সবাই কাজে ফিরেছেন। তিনদিনের ছুটি কাটিয়ে আমরাও আপনাদের সামনে হাজির হয়েছি পূবের জানালা অনুষ্ঠান নিয়ে। ২০২২ সালের প্রথম অনুষ্ঠানের শুরুতে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং নতুন বছরে সবার জীবন ও কাজের সাফল্য কমনা করছি।

 

গত অনুষ্ঠানে আমরা ২০২১ সালের পূবের জানালা অনুষ্ঠানগুলোর পর্যালোচনা করেছি। ২০২১ ছিল চীনের জন্য অসাধারণ একটি বছর। মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় চীন ও সারা বিশ্ব বড় চ্যালেঞ্জের সম্মুখীণ হচ্ছে। অর্থনীতির পুনরুদ্ধার, দারিদ্র্যবিমোচন, এবং শান্তি ও উন্নয়ন সারা বিশ্বের অভিন্ন কর্তব্য। নতুন বছরের শুরুতে আমরা চীনে যা কিছু ঘটেছে বা ঘটছে তার ওপর দৃষ্টি রেখেছি। আজকের অনুষ্ঠানে আমরা সেসব আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেসঙ্গে বছরজুড়ে ঘটা অনেক ঘটনাই আপনাদের সঙ্গে আমরা পরবর্তী অনুষ্ঠানগুলোতে শেয়ার করব।

 

নতুন বছরে চীনে কী কী বড় ঘটনা ঘটবে? আসুন, আমরা একসাথে তা খতিয়ে দেখি। শুরুতে অবশ্যই আসবে অলিম্পিক গেমসের কথা। ২০২২ সালের ৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ শুরু হবে যথাক্রমে বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমস ও শীত্কালীন প্রতিবন্ধী অলিম্পিক গেমস। এটি বেইজিংয়ে দ্বিতীয় অলিম্পিক গেমস। এবারের অলিম্পিক গেমস চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সবের সময়ে অনুষ্ঠিত হবে। বড় দুটি ঘটনা একসাথে আমাদের ফেব্রুয়ারি মাসের জীবনযাপন আরও আনন্দময় ও অসাধারণ করে তুলবে।

 

অলিম্পিক গেমস ছাড়া চেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত হবে ২০২২ এশিয়া গেমস। ২০২২ সালের ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম এশিয়া গেমস। কম্পিউটার ও মোবাইল গেমসও অন্যান্য ক্রীড়ার মতো একটি প্রতিযোগিতার আইটেমে পরিণত হবে এবারের গেমসে। তা ছাড়া, ব্রেকডান্স প্রথম বারের মতো এশিয়া গেমসে প্রতিযোগিতার আইটেম হিসেবে অন্তর্ভূক্ত হয়েছে। যদি আপনি ভাল ভিডিও গেমস খেলতে বা নাচতে পারেন, তাহলে এশিয়া গেমসে আপনার পদক অর্জনের সম্ভবনা রয়েছে!

 

২০২২ সালে মহাকাশে চীনের স্পেসস্টেশনের নির্মাণ কাজ সম্পন্ন হবে। ২০২২ সালে ওয়েন থিয়ান ও মেং থিয়ান নামে দুটি স্পেস স্টেশন কেবিন উত্ক্ষেপন করা হবে এবং দুটি কার্গো মহাকাশযান এবং দুটি মনুষ্যবাহী মহাকাশযানও মহাকাশে পাঠানো হবে। ২০২২ সালের শেষ দিকে চীনের স্পেসস্টেশনের নির্মাণ সম্পন্ন হবে। আর এখন  স্পেসস্টেশনে কর্মরত তিনজন মহাকাশচারীও ২০২২ সালের এপ্রিল মাসে পৃথিবীতে ফিরে আসবেন।

২০২২ সালে অনুষ্ঠিত হবে চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) ২০তম জাতীয় কংগ্রেস। সেখানে ভবিষ্যত চীনের উন্নয়নের দিক নির্ধারণ করা হবে। দারিদ্র্যমুক্ত হবার পর চীনের পরবর্তী উদ্দেশ্য হল সমৃদ্ধ সমাজ গড়ে তোলা। সিপিসির নেতৃত্বে চীন কোথায় যাবে, তা চীন এমনকি সারা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।

তা ছাড়া, ২০২২ সালে পালিত হবে হংকং-এর স্বদেশ প্রত্যাবর্তনের ২৫তম বার্ষিকী, চীনের গণমুক্তি ফৌজ প্রতিষ্ঠার ৯৫তম বার্ষিকী ইত্যাদি। আমাদের পূবের জানালা অনুষ্ঠান এসব ঘটনার উপর দৃষ্টি রাখবে এবং আপনাদের জন্য সর্বশেষ খবর নিয়ে আসবে। আশা করা যায়, নতুন বছরে আপনারাও আমাদের সঙ্গে থাকবেন এবং চীন সম্পর্কে আরও বেশি জানতে পারবেন।  (শিশির/এনাম/রুবি)