মহামারীর মধ্যে দ্য রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি) বাণিজ্যচুক্তি কার্যকর হওয়া নিঃসন্দেহে একটি সুখবর। কেননা, বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্যচুক্তির (এফটিএ) ব্যাপারে ইতোমধ্যে ১৫টি সদস্যদেশ অঙ্গীকারবদ্ধ হয়েছে। এতে মহামারীর মধ্যেও এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে বাণিজ্য উদারীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। আরসিইপি বাণিজ্যচুক্তিতে আসিয়ানের ১০টি সদস্যরাষ্ট্র অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তিটি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার অংশগ্রহণে প্রথম অর্থনৈতিক সহযোগিতাচুক্তি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডও এ চুক্তি অনুমোদন করেছে। বৈশ্বিক উত্পাদন, বাণিজ্য ও জনসংখ্যার প্রায় ৩০ শতাংশই আরসিইপি-র আওতাধীন মুক্ত বাণিজ্য এলাকার অন্তর্ভুক্ত। মূলত ৯০ শতাংশ পণ্যের ওপর থেকে বিভিন্ন ধরনের শুল্ক বিলুপ্ত করার লক্ষ্যে এ চুক্তি সাজানো হয়েছে।আরসিইপির প্রভাব কেমন হবে? তাতে বাংলাদেশকে কিভাবে প্রভাবিত হতে পারে? শুনুন আজকের টপিক অনুষ্ঠান। (স্বর্ণা/আলিম/ছাই)